Home Remedies: সহজ উপায়ে ক্যাকটাস বাঁচিয়ে রাখবেন কীভাবে জেনে নিন

Last Updated:
Home Remedies: বাড়ির বা অফিসের সৌন্দর্য বাড়াতে ক্যাকটাস বা সেকুল্যান্ট বর্তমানে রাখার চল, জেনে নিন কিভাবে বছরের পর বছর বাঁচিয়ে রাখবেন
1/6
কিভাবে বাড়ির সৌন্দর্য বাড়াতে বছরের পর বছর ক্যাকটাস বাঁচিয়ে রাখবেন জানুন সহজ উপায়।
কিভাবে বাড়ির সৌন্দর্য বাড়াতে বছরের পর বছর ক্যাকটাস বাঁচিয়ে রাখবেন জানুন সহজ উপায়।
advertisement
2/6
প্যারাডিয়া ক্যাকটাস, ক্যাপ ক্যাকটাস, ব্যারেল ক্যাকটাস, পালক ক্যাকটাস, চাঁদ ক্যাকটাস, সহ বেশ কিছু ক্যাকটাস সেকুল্যান্ট এর জেলায় ব্যাপক চাহিদা।
প্যারাডিয়া ক্যাকটাস, ক্যাপ ক্যাকটাস, ব্যারেল ক্যাকটাস, পালক ক্যাকটাস, চাঁদ ক্যাকটাস, সহ বেশ কিছু ক্যাকটাস সেকুল্যান্ট এর জেলায় ব্যাপক চাহিদা।
advertisement
3/6
অন্যান্য গাছের সঙ্গে ক্যাকটাস বা সেকুল্যান্টের চাহিদা বাড়ছে জেলায়। দাম ৬০ টাকা থেকে ৫০০ টাকা দরে ক্যাকটাস এবং ১০০ - ৩০০ টাকা দরে সেকুল্যান্ট বিক্রি হচ্ছে।
অন্যান্য গাছের সঙ্গে ক্যাকটাস বা সেকুল্যান্টের চাহিদা বাড়ছে জেলায়। দাম ৬০ টাকা থেকে ৫০০ টাকা দরে ক্যাকটাস এবং ১০০ - ৩০০ টাকা দরে সেকুল্যান্ট বিক্রি হচ্ছে।
advertisement
4/6
ক্যাকটাস পালনে বিশেষ সতর্কতা জল দেওয়ার ক্ষেত্রে। নির্দিষ্ট দিন অন্তর এবং আবহাওয়া অনুযায়ী প্রয়োজনে জল দেওয়া।
ক্যাকটাস পালনে বিশেষ সতর্কতা জল দেওয়ার ক্ষেত্রে। নির্দিষ্ট দিন অন্তর এবং আবহাওয়া অনুযায়ী প্রয়োজনে জল দেওয়া।
advertisement
5/6
সাধারণত এক সপ্তাহ বা দশ দিন অন্তর পরিমাণ মত জল। ঠান্ডা গরম বাতাসের আদ্রতা বুঝে জল দেওয়া প্রয়োজন। কোনভাবেই একবারে বেশি জল দেওয়া যাবে না।
সাধারণত এক সপ্তাহ বা দশ দিন অন্তর পরিমাণ মত জল। ঠান্ডা গরম বাতাসের আদ্রতা বুঝে জল দেওয়া প্রয়োজন। কোনভাবেই একবারে বেশি জল দেওয়া যাবে না।
advertisement
6/6
মাসে অন্ততপক্ষে তিনবার ফাঙ্গাসাইট ব্যবহার করতে হবে। আবার ফাঙ্গাসাইট ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা। একটানা একই রকম ফাঙ্গাসাইট ব্যবহার করা যাবে না। আলাদা আলাদা ফাঙ্গাসাইট ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।
মাসে অন্ততপক্ষে তিনবার ফাঙ্গাসাইট ব্যবহার করতে হবে। আবার ফাঙ্গাসাইট ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা। একটানা একই রকম ফাঙ্গাসাইট ব্যবহার করা যাবে না। আলাদা আলাদা ফাঙ্গাসাইট ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
advertisement