Durga Puja 2023: বাজার চলতি রুম ফ্রেশনারের বদলে এগুলি ব্যবহার করুন, ঘর সুগন্ধে ম ম করবে

Last Updated:
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু দুর্গাপুজো। আর পুজো মানেই শুধু নিজে সেজে ওঠা নয়, বাড়ি-ঘর পরিষ্কার রাখা, তা সাজিয়ে তোলে সকলে।
1/6
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু দুর্গাপুজো। আর পুজো মানেই শুধু নিজে সেজে ওঠা নয়, বাড়ি-ঘর পরিষ্কার রাখা, তা সাজিয়ে তোলা।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু দুর্গাপুজো। আর পুজো মানেই শুধু নিজে সেজে ওঠা নয়, বাড়ি-ঘর পরিষ্কার রাখা, তা সাজিয়ে তোলা।
advertisement
2/6
তবে শুধু সাজানো বা পরিষ্কার নয়, ঘরে সতেজতা যাতে বজায় থাকে সেটাও মাথায় রাখতে হবে। কারণ এইসময় বাড়িতে আত্মীয়-স্বজনের আসা-যাওয়া লেগেই থাকে। তবে এই পুজোয় বাজার চলতি রুম ফ্রেশনারের বদলে এইগুলি ব্যবহার করতে পারেন। সুগন্ধে ঘর ম ম করবে।
তবে শুধু সাজানো বা পরিষ্কার নয়, ঘরে সতেজতা যাতে বজায় থাকে সেটাও মাথায় রাখতে হবে। কারণ এইসময় বাড়িতে আত্মীয়-স্বজনের আসা-যাওয়া লেগেই থাকে। তবে এই পুজোয় বাজার চলতি রুম ফ্রেশনারের বদলে এইগুলি ব্যবহার করতে পারেন। সুগন্ধে ঘর ম ম করবে।
advertisement
3/6
মোমবাতি ঘরের শোভা বাড়ায়, নরম আভায় ঘর ভরে ওঠে, সঙ্গে সুন্দর সুবাস। ভ্যানিলা, আপেল, দারুচিনি, ল্যাভেন্ডার এবং সাইট্রাস-সহ বিভিন্ন ধরণের সুগন্ধি থেকে বেছে নিতে পারেন।
মোমবাতি ঘরের শোভা বাড়ায়, নরম আভায় ঘর ভরে ওঠে, সঙ্গে সুন্দর সুবাস। ভ্যানিলা, আপেল, দারুচিনি, ল্যাভেন্ডার এবং সাইট্রাস-সহ বিভিন্ন ধরণের সুগন্ধি থেকে বেছে নিতে পারেন।
advertisement
4/6
এসেন্সিয়াল ওয়েল মন-মেজাজকে ভাল রাখে। রুম স্প্রেতে ব্যবহার করতে পারেন তাতেই ঘর সুগন্ধে ভরে উঠবে।
এসেন্সিয়াল ওয়েল মন-মেজাজকে ভাল রাখে। রুম স্প্রেতে ব্যবহার করতে পারেন তাতেই ঘর সুগন্ধে ভরে উঠবে।
advertisement
5/6
এছাড়াও শুকনো ফুল বা মশলার ঘর মনোরম সুবাসে ভরিয়ে রাখতে পারে। যেমন গোলাপের পাপড়ি, ল্যাভেন্ডার, দারুচিনি এবং লবঙ্গ এগুলি ব্যবহার করতে পারেন।
এছাড়াও শুকনো ফুল বা মশলার ঘর মনোরম সুবাসে ভরিয়ে রাখতে পারে। যেমন গোলাপের পাপড়ি, ল্যাভেন্ডার, দারুচিনি এবং লবঙ্গ এগুলি ব্যবহার করতে পারেন।
advertisement
6/6
ধূপ কাঠি বাড়িতে সকলেই রোজ ব্যবহার করতে থাকেন। তাদের মনোমুগ্ধকর। বিভিন্ন গন্ধ পাওয়া যায় যেমন নানা রকমের ফুল, চন্দন ইত্যাদি।
ধূপ কাঠি বাড়িতে সকলেই রোজ ব্যবহার করতে থাকেন। তাদের মনোমুগ্ধকর। বিভিন্ন গন্ধ পাওয়া যায় যেমন নানা রকমের ফুল, চন্দন ইত্যাদি।
advertisement
advertisement
advertisement