Holiday in Monsoon: সামনেই ১৫ অগাস্ট, টানা ৪ দিন ছুটি! এই বর্ষায় কোথায় বেড়াতে যাবেন ঠিক করেছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Holiday in Monsoon: টানা ৪ দিনের ছুটিতে দিঘা, পুরীর মতো জায়গা অনায়াসে ঘুরে আসার সুযোগের পাশাপাশি আবার সুযোগ রয়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার।
advertisement
advertisement
advertisement
advertisement
বেড়ানোর তালিকায় বাঙালির বরাবরের জন্য হট ফেভারিট উত্তরবঙ্গ। এই বর্ষায় ঘুরে আসুন নেপাল সীমান্তের মানেভঞ্জন থেকে। এখানেই রয়েছে রঙ্গিত মাজুয়া গ্রাম। পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক সৌন্দর্য্য আপনাকে মোহিত করে দেবে। সবুজে সবুজ দিয়ে সাজানো এই গ্রামের অপরূপ শোভা লেখনিতে বর্ণনা করা বেশ কঠিন। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রামের সবদিক থেকেই দেখা মিলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার।
advertisement
মহারাষ্ট্রের পাহাড় ও উপত্যকা ঘেরা এই জায়গা লোনাভালা বিশেষ ভাবে বিখ্যাত এখানকার অবাক করা সৌন্দর্যের জন্য। ঐতিহাসিক দুর্গ, প্রাচীন গুহা আর টলটলে জলের শান্ত হ্রদ ঘিরে আছে এই জায়গাটিকে। স্থানীয়দের কাছে অসম্ভব প্রিয়। মুম্বই বেড়াতে গিয়েও এ অঞ্চলে বহু বহু জন বেড়াতে যান। বর্যা দিনে এখানে বেড়ানোটা অন্য অভিজ্ঞতা।
advertisement
advertisement