Hibiscus Plant Care Tips: চুটকিতে তৈরি করুন গাছের ম্যাজিক খাবার! চড়া রোদেও জবাগাছ ভরা ফুল! পালাবে পোকামাকড়!

Last Updated:
Hibiscus Plant Care Tips: অনেকেরই অভিযোগ যত্ন সত্ত্বেও জবাগাছে ফুল ধরে না৷ বা, কুঁড়ি এলেও ঝরে যায়৷ কিছু সহজ টিপসে কিন্তু সহজেই ফুল ফোটানো যাবে জবাগাছে৷
1/9
নিত্যপুজোর উপকরণ থেকে ভেষজ উপাদান-বিভিন্ন কারণে বাঙালি বাড়িতে জবাগাছের গুরুত্ব গভীর৷ নানা রঙের, নানা আকৃতির জবাফুলে ভরে থাকে বাগান৷
নিত্যপুজোর উপকরণ থেকে ভেষজ উপাদান-বিভিন্ন কারণে বাঙালি বাড়িতে জবাগাছের গুরুত্ব গভীর৷ নানা রঙের, নানা আকৃতির জবাফুলে ভরে থাকে বাগান৷
advertisement
2/9
অনেকেরই অভিযোগ যত্ন সত্ত্বেও জবাগাছে ফুল ধরে না৷ বা, কুঁড়ি এলেও ঝরে যায়৷ কিছু সহজ টিপসে কিন্তু সহজেই ফুল ফোটানো যাবে জবাগাছে৷
অনেকেরই অভিযোগ যত্ন সত্ত্বেও জবাগাছে ফুল ধরে না৷ বা, কুঁড়ি এলেও ঝরে যায়৷ কিছু সহজ টিপসে কিন্তু সহজেই ফুল ফোটানো যাবে জবাগাছে৷
advertisement
3/9
জবাগাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করুন সবার আগে৷ প্রতি টবের জন্য ১ চামচ ভার্মিকম্পোস্ট, ১ চামচ শিংকুচি, ১ চামচ হাড়ের গুঁড়ো, ১ চামচ নিমখোল দিয়ে তৈরি করুন সার৷
জবাগাছের জন্য পুষ্টিকর খাবার তৈরি করুন সবার আগে৷ প্রতি টবের জন্য ১ চামচ ভার্মিকম্পোস্ট, ১ চামচ শিংকুচি, ১ চামচ হাড়ের গুঁড়ো, ১ চামচ নিমখোল দিয়ে তৈরি করুন সার৷
advertisement
4/9
এর সঙ্গে হাফ চামচ সিউইড ও ১ চামচ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নিন৷ তাহলে গাছের পাতা সবুজ থাকবে৷ হলুদ হবে না৷ গাছের স্বাস্থ্যকর জৈব খাবার এটা৷
এর সঙ্গে হাফ চামচ সিউইড ও ১ চামচ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে নিন৷ তাহলে গাছের পাতা সবুজ থাকবে৷ হলুদ হবে না৷ গাছের স্বাস্থ্যকর জৈব খাবার এটা৷
advertisement
5/9
কলার খোসা রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন৷ তার সঙ্গে পটাশ মিশিয়ে গাছের খাবারে মেশান৷ ১ চামচ কলার খোসা ও হাফ চামচ পটাশ মিশিয়ে নিন গাছের খাবারে৷ আপনার জবাগাছের জন্য বিশেষ খাবার তৈরি৷
কলার খোসা রোদে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন৷ তার সঙ্গে পটাশ মিশিয়ে গাছের খাবারে মেশান৷ ১ চামচ কলার খোসা ও হাফ চামচ পটাশ মিশিয়ে নিন গাছের খাবারে৷ আপনার জবাগাছের জন্য বিশেষ খাবার তৈরি৷
advertisement
6/9
১৫ দিন অন্তর ১ চামচ বা ২০ দিন অন্তর দেড় চামচ করে এই সার দিন জবাগাছের টবের মাটির কিনারা বরাবর৷ গাছের গোড়ায় যেন এই সার না পৌঁছয়৷ এই সার দেওয়ার মাসখানেকের মধ্যেই প্রচুর ফুল ফুটবে জবাগাছে৷
১৫ দিন অন্তর ১ চামচ বা ২০ দিন অন্তর দেড় চামচ করে এই সার দিন জবাগাছের টবের মাটির কিনারা বরাবর৷ গাছের গোড়ায় যেন এই সার না পৌঁছয়৷ এই সার দেওয়ার মাসখানেকের মধ্যেই প্রচুর ফুল ফুটবে জবাগাছে৷
advertisement
7/9
খুব গরমে তাপপ্রবাহে রোজ সকালে গাছের গোড়া ভিজিয়ে দিন৷ তার পর গাছটিকে ভাল করে স্নান করিয়ে দিন৷ তার পর সূর্যাস্তের সময় আবার গাছটিকে ভিজিয়ে দিন৷ তবে তখন গাছের গোড়া ভিজে থাকলে সেখানে আর জল দেবেন না৷
খুব গরমে তাপপ্রবাহে রোজ সকালে গাছের গোড়া ভিজিয়ে দিন৷ তার পর গাছটিকে ভাল করে স্নান করিয়ে দিন৷ তার পর সূর্যাস্তের সময় আবার গাছটিকে ভিজিয়ে দিন৷ তবে তখন গাছের গোড়া ভিজে থাকলে সেখানে আর জল দেবেন না৷
advertisement
8/9
নিয়মিত জল দিলে গাছ আর ছায়ায় রাখতে হবে না৷ সূর্যের আলোতেই রাখতে পারেন৷ রোদের তাপ সইয়ে নিলে কিছুদিন পর গরমেও প্রচুর ফুল হবে জবাগাছে৷ সপ্তাহে ১ বার খোলভেজানো জল দিন গাছে৷
নিয়মিত জল দিলে গাছ আর ছায়ায় রাখতে হবে না৷ সূর্যের আলোতেই রাখতে পারেন৷ রোদের তাপ সইয়ে নিলে কিছুদিন পর গরমেও প্রচুর ফুল হবে জবাগাছে৷ সপ্তাহে ১ বার খোলভেজানো জল দিন গাছে৷
advertisement
9/9
মিলিবাগ-সহ ছত্রাক থেকে গাছ বাঁচাতে নিয়মিত সারজল স্প্রে করুন৷ তাহলে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পাবে গাছ৷ এই টিপসগুলি মেনে চললেই গরমেও তরতাজা থাকবে গাছ৷ হবে প্রচুর ফুল৷
মিলিবাগ-সহ ছত্রাক থেকে গাছ বাঁচাতে নিয়মিত সারজল স্প্রে করুন৷ তাহলে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পাবে গাছ৷ এই টিপসগুলি মেনে চললেই গরমেও তরতাজা থাকবে গাছ৷ হবে প্রচুর ফুল৷
advertisement
advertisement
advertisement