Hibiscus Plant Care Tips: রান্নাঘরের ২ ছোট্ট জিনিস ১ চিমটে দিলেই কামাল! কালীপুজোর আগেই ফুলে ফুলে ঢাকবে আপনার বাড়ির রক্তজবা গাছ! দেখা যাবে না পাতা

Last Updated:
Hibiscus Plant Care Tips: রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। কালীপুজোর আগে ফুলে ফুলে ভরে উঠবে আপনার রক্তজবা গাছ
1/9
আসছে কালীপুজো। কার্তিকমাসের অমাবস্যা তিথিতে শ্যামামায়ের পূজায় অপরিহার্য জবাফুল। বিশেষ করে লাল জবাফুল বা রক্তজবা তো নিবেদন করা হয়ই দেবী কালীর পায়ে।
আসছে কালীপুজো। কার্তিকমাসের অমাবস্যা তিথিতে শ্যামামায়ের পূজায় অপরিহার্য জবাফুল। বিশেষ করে লাল জবাফুল বা রক্তজবা তো নিবেদন করা হয়ই দেবী কালীর পায়ে।
advertisement
2/9
জমি না থাকলেও ক্ষতি নেই। ব্যালকনির টবেই দিব্যি হয় জবাফুল। অনেকের বাড়িতে জবাগাছ বড় হয়ে উঠলেও ফুল ধরতে চায় না। তার জন্য রয়েছে দরকারি টিপস।
জমি না থাকলেও ক্ষতি নেই। ব্যালকনির টবেই দিব্যি হয় জবাফুল। অনেকের বাড়িতে জবাগাছ বড় হয়ে উঠলেও ফুল ধরতে চায় না। তার জন্য রয়েছে দরকারি টিপস।
advertisement
3/9
রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। কালীপুজোর আগে ফুলে ফুলে ভরে উঠবে আপনার রক্তজবা গাছ।
রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। কালীপুজোর আগে ফুলে ফুলে ভরে উঠবে আপনার রক্তজবা গাছ।
advertisement
4/9
দু’টি খালি প্লাস্টিকের বোতলে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ও কলার খোসা। দু’দিন জলে ভিজিয়ে রাখলেই মজে গিয়ে তৈরি হবে সার।
দু’টি খালি প্লাস্টিকের বোতলে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ও কলার খোসা। দু’দিন জলে ভিজিয়ে রাখলেই মজে গিয়ে তৈরি হবে সার।
advertisement
5/9
এ বার ২ লিটার জলে মিশিয়ে নিন ১০০ মিলিলিটার পেঁয়াজের খোসা সার। তার পর ভাল করে ছেঁকে নিন। পেঁয়াজের খোসার নাইট্রোজন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ জবাগাছের জন্য খুবই উপকারী।
এ বার ২ লিটার জলে মিশিয়ে নিন ১০০ মিলিলিটার পেঁয়াজের খোসা সার। তার পর ভাল করে ছেঁকে নিন। পেঁয়াজের খোসার নাইট্রোজন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ জবাগাছের জন্য খুবই উপকারী।
advertisement
6/9
এ বার ৭০ মিলিলিটার নিয়ে নিন কলার খোসার সার। ভাল করে ছেঁকে নিয়ে মেশান ওই ২ লিটার জলে। কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ অত্যন্ত উপকারী।
এ বার ৭০ মিলিলিটার নিয়ে নিন কলার খোসার সার। ভাল করে ছেঁকে নিয়ে মেশান ওই ২ লিটার জলে। কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ অত্যন্ত উপকারী।
advertisement
7/9
এই মিশ্র সার ১০০ মিলিলিটার করে জবা গাছের গোড়ায় দিন। প্রতি সপ্তাহে এক দিন করে এই সার জবাগাছে দিলে প্রচুর ফুল আসবে। সেভাবে হলুদ হবে না এই গাছের পাতাও।
এই মিশ্র সার ১০০ মিলিলিটার করে জবা গাছের গোড়ায় দিন। প্রতি সপ্তাহে এক দিন করে এই সার জবাগাছে দিলে প্রচুর ফুল আসবে। সেভাবে হলুদ হবে না এই গাছের পাতাও।
advertisement
8/9
গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না৷ কিছু দিন ছায়ায় রেখে সইয়ে নিয়ে তার পর রোদে রাখুন জবার চারাগাছ। ছোট গাছকে সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন।
গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না৷ কিছু দিন ছায়ায় রেখে সইয়ে নিয়ে তার পর রোদে রাখুন জবার চারাগাছ। ছোট গাছকে সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন।
advertisement
9/9
বেশি জল জবাগাছে দেবেন না৷ তাহলে গাছের গোড়া পচে যাবে৷ সপ্তাহে এক দিন গাছের গোড়ায় মাটি খুঁড়ে পরিমিত পরিমাণে জল দিন৷ জবাগাছে পোকামাকড়ের সংক্রমণ বেশি হয়৷ তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করুন৷ তবে বেছে সেক্ষেত্রে বেছে নিন জৈব কীটনাশক৷
বেশি জল জবাগাছে দেবেন না৷ তাহলে গাছের গোড়া পচে যাবে৷ সপ্তাহে এক দিন গাছের গোড়ায় মাটি খুঁড়ে পরিমিত পরিমাণে জল দিন৷ জবাগাছে পোকামাকড়ের সংক্রমণ বেশি হয়৷ তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করুন৷ তবে বেছে সেক্ষেত্রে বেছে নিন জৈব কীটনাশক৷
advertisement
advertisement
advertisement