Karva Chauth 2025: করবা চৌথে 'মধ্যমণি' হতে চান? এই বিশেষ মেকআপ লুকেই নজর কাড়বেন আপনি, রইল লাস্ট মিনিটের টিপস
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Karva Chauth 2025: করবা চৌথের মতো উৎসবে লাল লিপস্টিকের আবেদন অটুট। এটি ঐতিহ্যবাহী এবং সাহসী লুক দেয়। লালের পাশাপাশি মেরুন বা বারগান্ডি শেডও জনপ্রিয়। যারা হালকা মেকআপ পছন্দ করেন, তাদের জন্য ন্যুড বা পিচ শেডের লিপস্টিক চমৎকার বিকল্প, যা চোখের মেকআপকে হাইলাইট করে।
advertisement
advertisement
advertisement
আজকাল ন্যুড শেডের লিপস্টিক ও ব্লাশ অন-এর সঙ্গে প্রাকৃতিক গ্লোয়িং ত্বক অনেক মহিলার পছন্দ। সারাদিন সতেজ ও উজ্জ্বল দেখায়। কড়া স্মোকি আইজের পরিবর্তে সফট স্মোকি আইজ ট্রেন্ডিং। ব্রাউন বা গোল্ড টোনের সঙ্গে হালকা কালো আইশ্যাডো ব্যবহার করে এই লুক তৈরি করা হয়। মেকআপের প্রধান ভিত্তি হল নিখুঁত বেস। ত্বককে ময়েশ্চারাইজার দিয়ে প্রস্তুত করা এবং সঠিক প্রাইমার ব্যবহার মেকআপকে দীর্ঘস্থায়ী করে।
advertisement
চোখের সাজের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিক এখন বেশ জনপ্রিয়। যেমন, উইংড আইলাইনার। যা যে কোনও লুককে আরও আকর্ষণীয় করে তোলে। কালো ছাড়াও রঙিন আইলাইনার ব্যবহার করা হয়, যা পোশাকের সঙ্গে মানায়। উৎসবের মরসুমে চোখে গ্লিটার বা শিমার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে গোল্ড, সিলভার বা ব্রোঞ্জ শেডের গ্লিটার এখন ট্রেন্ডিং। পাতলা আইব্রোর পরিবর্তে এখন মোটা ও ঘন আইব্রো পছন্দ করা হচ্ছে, যা আইব্রো পেন্সিল বা পাউডার দিয়ে ভরাট দেখানো হয়।
advertisement
advertisement