বিয়েবাড়িতে সাজুন দীপিকার মতো, স্মোকি আইয়ের জাদুতে কেঁপে যাবে কত হৃদয়! রইল টিপস
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
চাই আকর্ষণীয় চোখ। হ্যাঁ, চোখের মণিতেই ধরা পড়বে বিশ্বভুবন। দীঘির মতো আয়ত কালো চোখের প্রেমে পড়ে না এমন মানুষ আছে নাকি! এক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে দীপিকা পাড়ুকোনের স্মোকি আই লুক।
শীতকাল জুড়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ। চুলের স্টাইল থেকে শুরু করে পোশাক, সব হতে হবে নজরকাড়া। আর চাই আকর্ষণীয় চোখ। হ্যাঁ, চোখের মণিতেই ধরা পড়বে বিশ্বভুবন। দীঘির মতো আয়ত কালো চোখের প্রেমে পড়ে না এমন মানুষ আছে নাকি! এক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে দীপিকা পাড়ুকোনের স্মোকি আই লুক।
advertisement
সুন্দর চোখ মুখের সৌন্দর্য একধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। এর জন্য সবচেয়ে ভাল উপায় হল আইলাইনার ব্যবহার করা। এতে চোখ অনেক বড় দেখায়। অনেক সময় আই শ্যাডো ব্যবহার করারও প্রয়োজন হয় না। তবে স্মোকি আইয়ের জন্য আইশ্যাডো মাস্ট। বিয়েবাড়িতে দীপিকার মতো স্মোকি আই লুক পেতে কীভাবে সাজতে হবে দেখে নেওয়া যাক।
advertisement
সবার আগে কনসিলার: প্রথমে চোখের চারপাশে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর ব্যবহার করতে হবে কনসিলার। লাগাতে হবে চোখের পাতায়।
advertisement
এবার আইশ্যাডো: কনসিলার লাগানোর পর ব্যবহার করতে হবে আইশ্যাডো। চোখের ক্রিজে গাঢ় রঙের আইশ্যাডোই মানায় ভাল।
advertisement
রঙিন গ্লিটার: চোখের পাতার ঠিক মাঝখানে সামান্য রঙিন গ্লিটার লাগানোর পরামর্শ দেন মেকআপ বিশেষজ্ঞরা। তবে মাথায় রাখতে হবে, গ্লিটারের রঙ যেন পোশাকের সঙ্গে মানানসই হয়।
advertisement
আইলাইনার: এবার চোখের পাতায় লাগাতে হবে ব্ল্যাক জেল আইলাইনার। চোখের পাতা থেকে কোণাকুণি। যেন ডানা মেলে উড়ে যাওয়ার প্রস্তুতি। এরপর মাস্কারা দিয়ে লক করতে হবে। বিয়েবাড়ি হোক কিংবা উৎসবের মরশুম, এই লুক অনন্য। গ্রাফিক চোখ বা উইংড লাইনারের ভক্ত না হলে শুধু জেল আইলাইনার লাগালেই চলবে। সঙ্গে নিচের ল্যাশ লাইনে কাজল।
advertisement
বাদামি আইব্রো: এবার ভুরুর পালা। লাগাতে হবে মাঝারি বাদামি শেডের আইব্রো। খুব গাঢ় বাদামি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে।
advertisement
advertisement
হাইলাইটার: চোখের চারপাশে দিতে হবে হালকা হলুদ আন্ডারটোন হাইলাইটারের ছোঁয়া। তারপর পাউডার দিয়ে সেট করে নিতে হবে।
advertisement
advertisement