ঘষে ঘষেও কাপড় থেকে দাগ যায় না? রইল ৫ অব্যর্থ ঘরোয়া টোটকা!
Last Updated:
এগোনো যাক কিছু ঘরোয়া পদ্ধতির দিকে যা নাছোড়বান্দা দাগের যম বললেও খুব একটা ভুল হয় না!
দাগ যেমন চরিত্রে মানায় না, তেমনই ভালো দেখায় না জামা-কাপড়েও! সে বাড়িতে পরারই হোক কী বাইরের! সাবান ঘষে ঘষে হাতে ব্যথা হয়ে গিয়েছে অথচ নাছোড়বান্দা দাগ আর উঠতেই চাইছে না- এই অভিজ্ঞতার মুখোমুখি পড়তে হয়েছে আমাদের সবাইকেই! তাই হাতকে কষ্ট দেওয়া বন্ধ হোক, বাঁচানো যাক ডিটারজেন্টের খরচও! বদলে এগোনো যাক কিছু ঘরোয়া পদ্ধতির দিকে যা নাছোড়বান্দা দাগের যম বললেও খুব একটা ভুল হয় না!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডিমের কুসুম আর বিয়ার খেতে যেমন ভালো, তেমন দাগ তুলতেও! এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে দাগের জায়গায় লাগিয়ে মিনিট পাঁচেক রেখে দিলেই হবে! তবে পরে ডিমের গন্ধটা তোলার জন্য একবার সাবান দিয়ে কাপড়টা কিন্তু কেচে নেওয়া জরুরি! তবে সব শেষে একটা কথা মাথায় না রাখলেই নয়! কাপড় যদি খুব দামি হয়, সেক্ষেত্রে গরম জল খুব বেশিক্ষণ ব্যবহার করা যাবে না। না হলে কাপড়ের ক্ষতি হতে পারে!