Herbal Remedy:রোজ সকালে এক গ্লাস এই ভেষজের জল, বাড়বে আয়ু, জব্দ হবে ডায়াবেটিস-সহ আড়াইশো রোগ, যা বলছেন আয়ুর্বেদ চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
আমলকি, হরিতকি এবং বহেরা— এই তিন ফল শুকিয়ে তাদের চূর্ণ একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলার মিশ্রণ।
advertisement
advertisement
advertisement
উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলা হাসপাতালের আয়ুষ শাখায় নিযুক্ত আয়ুর্বেদিক চিকিৎসক ডা. কবিতা মহেশ্বরী বলেছেন, ত্রিফলা গুঁড়ো পেটের গুরুতর রোগের ক্ষেত্রে ওষুধের মতোই কাজ করে। এই চূর্ণ অর্শ্ব, কোষ্ঠকাঠিন্য এবং ডায়াবেটিস-সহ অনেক রোগের বিরুদ্ধে কাজ করতে পারে। এই চূর্ণ প্রতিদিন ব্যবহার করলে অর্শ্বের মতো ভয়ঙ্কর রোগও সেরে যায়। এছাড়া এটি চোখের সমস্যা ও ত্বকের সমস্যার ক্ষেত্রেও ভাল কাজ করতে পারে। হজমশক্তি বাড়াতেও সাহায্য করে এটি।
advertisement
উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলা হাসপাতালের আয়ুষ শাখায় নিযুক্ত আয়ুর্বেদিক চিকিৎসক ডা. কবিতা মহেশ্বরী জানান, ত্রিফলাচূর্ণ তিনটি খাঁটি ভেষজ উপাদান যেমন হরিতকি, বহেরা এবং আমলকি মিশিয়ে তৈরি করা হয়। কোনও ব্যক্তি ৬ গ্রাম পর্যন্ত ত্রিফলাচূর্ণ খেতে পারেন। যেকোনও ঋতুতেই এটি খাওয়া যায়। সমান উপকার দেয়। এটি পাকস্থলীতে সরাসরি কাজ করে হজমশক্তির উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্যও নিরাময় করে।
advertisement
আড়াইশোর বেশি রোগে কার্যকর-- চিকিৎসকের পরামর্শ মতো ত্রিফলাচূর্ণ ব্যবহার করলে প্রায় আড়াইশো-র বেশি রোগ সেরে যেতে পারে বলে জানান চিকিৎসক। খুব বেশি ফাস্ট ফুড যাঁরা খান তাঁদের নানা রকম সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে ক্ষুধামান্দ, সবই সেরে যেতে পারে ত্রিফলাচূর্ণে। এই গুঁড়ো পেটের সমস্ত অসুখ দূর করে এবং ক্ষুধা বাড়ায়। তিনি জানান, যেকোনও হাসপাতালের আয়ুশ বিভাগে এই চূর্ণটি বিনামূল্যে পাওয়া যেতে পারে।