ওয়াশিংটন- আমেরিকার ফুড কোম্পানি হাইঞ্জ (Heinz) নিজের প্রসিদ্ধ কেচাপ ব্র্যান্ড (Heinz Ketchup) মঙ্গল গ্রহের (Mars)মাটিতে তৈরি করা হয়েছে৷ তারা মঙ্গলগ্রহের মাটিতে তৈরি টমেটো বাজারে এনেছে৷ মঙ্গল গ্রহের মানুষ বসবাস করার ভাবনা রয়েছে৷ পৃথিবীতে পাওয়া যায় যে মাটি তার থেকে অনেকটাই আলাদা মাটি মঙ্গল গ্রহের৷ অনেক বেশি কঠোর এই মাটি৷ মঙ্গল গ্রহের মাটিকে মার্টিয়ন রেজোলিথ নামে জানা যায়৷ মঙ্গলগ্রহের মাটি কার্বনিক পদার্থ পাওয়া যায় না৷ এ ছাড়া মঙ্গলগ্রহে সূর্যের রশ্মি খুব কম পৌঁছয়৷ তাই টমেটো উৎপাদনকারী দল সেখানে টমেটো উৎপাদন করার জন্য উপায় ভেবে বার করেছে৷ এক দিনে মঙ্গল গ্রহে মানুষকে নিজেদের ফসল উৎপাদন করতে হবে৷ ফলে মঙ্গলগ্রহের মতো আবহাওয়া তৈরি করে গ্রিনহাউসে তৈরি হচ্ছে উৎপাদন৷ এখানে মঙ্গল গ্রহে র মাটি -র মতো মাটিও ব্যবহার করা হয়েছে৷ এই মাটি ব্যবহার করেই টমেটো উৎপাদন করে তার থেকে হেইঞ্জ কেচআপ উৎপাদন হচ্ছে৷ এই টমেটো তৈরি করার জন্য যে টিম ছিল তারা জানিয়েছে পৃথিবীতে প্রতিমুহূর্তে আবহাওয়ার বদল হচ্ছে , এভাবে এখানে তৈরি হচ্ছে মাটি, তৈরি করা হচ্ছে কৃত্রিম আবহাওয়া৷ নাসা (NASA) প্রাক্তন অ্যাস্ট্রোনট এর স্বাদ পরিচিত হওয়ায দরকার ছিল সকলের ভালোর জন্য৷ হাইঞ্জ টমেটোর নতুন মার্শ এডিশন কেচআপ তৈরি করে নিয়েছে৷ তাঁদের বক্তব্য হল এই টমেটোর স্বাদ আলাদা৷ যেখানে বোতল -৯৪ ডিগ্রি তাপমাত্রা হবে৷ এরপর পৃথিবীতে ফেরে৷ হাইঞ্জ টমেটো মাস্টার্স একটা জিনিস খোঁজার জন্য এই উদ্যোগ নিয়েছিল৷ এটা থেকে প্রমাণিত হয়েছে যে লালগ্রহের মাটিতে টমেটো উৎপাদন করা যাবে কিনা৷ এর জন্য সেরা বীজ ও উন্নত মানের প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়েছিল৷