Healthy Tips: খেয়ে উঠেই ব্রাশ করেন? বিরাট ভুল হচ্ছে কিন্তু, দাঁত একেবারে নষ্ট হয়ে যাবে, জেনে নিন ব্রাশ করার আসল সময় ও পদ্ধতি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
খাওয়ার পর দাঁত ব্রাশ করার ভুল থেকে বিরত থাকুন। দাঁত নষ্ট হওয়া থেকে বাঁচাতে জানুন ব্রাশ করার সঠিক সময় ও পদ্ধতি। স্বাস্থ্যকর দাঁত এবং মাড়ির জন্য এই টিপস গুলো মেনে চলুন।
advertisement
advertisement
advertisement
advertisement
খাওয়ার পর প্রায় ৩০ মিনিট অপেক্ষা করলে মুখের লাল অ্যাসিডকে মাইল্ড করে দেয়৷ তখন ব্রাশ করা অনেক বেশি নিরাপদ৷ কেবল সময় নয়, ব্রাশ করার নির্দিষ্ট কৌশলও রয়েছে৷ এনেকেই শক্ত ব্রাশ ব্যবহার করে৷ এতে এনামেল ক্ষয় হয়, তাছাড়াও মাড়ির সংক্রমণ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পেতে পারে৷ তাই নরম ব্রিশ্টেল জাতীয় টুথব্রাশের ব্যবহার করুন৷
advertisement
advertisement