শারীরিক সম্পর্ক বা যৌনতা যে কোনও দম্পতি বা প্রেমিক জুটির সম্পর্কের অন্যতম বাঁধন ৷ কিন্তু কোনও জুটি বা দম্পতিই যান্ত্রিক পদ্ধতিতে মিলিত হতে পারেন না ৷ সেক্ষেত্রে আনন্দ বা উপভোগ হারিয়ে যায় ৷ বরং ধাপে ধাপে এগিয়ে যে কোনও শারীরিক মিলন উপভোগ করাই কাম্য৷