স্তনবৃন্তের কাছে ছোট ফুসকুড়ি বা বাম্প কি খুব চিন্তার, মহিলারা জেনে নিন এই বিষয়ে বিশেষজ্ঞের মত

Last Updated:
Healthy Living for Women : অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে শিশুকে স্তন্যপান করানোর পর্ব পর্যন্ত এই গ্রন্থিগুলি বেশি সক্রিয় থাকে
1/5
মহিলাদের স্তনে নিপল বা স্তনবৃন্তের কাছে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখতে পাওয়া যায়৷ আমরা অনেকেই একে গুরুত্ব দিই না৷ আবার অনেকে আতঙ্কিত হয়ে পড়ি ৷ দু’টোর কোনওটারই প্রয়োজন নেই ৷ বলছেন বিশেষজ্ঞ ডক্টর তনয়া ৷ এই মর্মে তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টও করেছেন ৷
মহিলাদের স্তনে নিপল বা স্তনবৃন্তের কাছে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখতে পাওয়া যায়৷ আমরা অনেকেই একে গুরুত্ব দিই না৷ আবার অনেকে আতঙ্কিত হয়ে পড়ি ৷ দু’টোর কোনওটারই প্রয়োজন নেই ৷ বলছেন বিশেষজ্ঞ ডক্টর তনয়া ৷ এই মর্মে তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টও করেছেন ৷
advertisement
2/5
তনয়া জানিয়েছেন স্তনবৃন্তের চারপাশে এই ছোট ফুসকুড়িকে বলা হয় টিউবারকলস (tubercles)৷ এই বাম্পগুলি স্তনকে আর্দ্র রাখে ৷ তাছাড়া মা যখন তাঁর শিশুকে স্তন পান করান তখন এই ছোট ছোট ফুসকুড়ি থেকেই এক ধরনের গন্ধ বার হয় ৷ যা শিশুকে জানান দেয় তার খাবার কোথায় আছে ৷
তনয়া জানিয়েছেন স্তনবৃন্তের চারপাশে এই ছোট ফুসকুড়িকে বলা হয় টিউবারকলস (tubercles)৷ এই বাম্পগুলি স্তনকে আর্দ্র রাখে ৷ তাছাড়া মা যখন তাঁর শিশুকে স্তন পান করান তখন এই ছোট ছোট ফুসকুড়ি থেকেই এক ধরনের গন্ধ বার হয় ৷ যা শিশুকে জানান দেয় তার খাবার কোথায় আছে ৷
advertisement
3/5
মহিলাদের স্তনবৃন্তের চারপাশে এই ফুসকুড়িকে মন্টগোমারিজ টিউবারকলস (Montgomery's Tubercles)৷ তৈল উৎপাদনকারী এই গ্রন্থি এমনিতে বিপদহীন ৷ এগুলি স্তনবৃন্তকে নরম ও আর্দ্র রাখে ৷
মহিলাদের স্তনবৃন্তের চারপাশে এই ফুসকুড়িকে মন্টগোমারিজ টিউবারকলস (Montgomery's Tubercles)৷ তৈল উৎপাদনকারী এই গ্রন্থি এমনিতে বিপদহীন ৷ এগুলি স্তনবৃন্তকে নরম ও আর্দ্র রাখে ৷
advertisement
4/5
অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে শিশুকে স্তন্যপান করানোর পর্ব পর্যন্ত এই গ্রন্থিগুলি বেশি সক্রিয় থাকে ৷ দূর করে সংক্রমণের আশঙ্কা ৷ অন্তঃসত্ত্বা অবস্থায় এই গ্রন্থিগুলির আয়তন বাড়তে পারে ৷ হঠাৎ দেখলে মনে হতে পারে যেন পিম্পল ৷ কিন্তু সে সময় এগুলিকে ধরবেন না ৷ সংক্রমণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ৷
অন্তঃসত্ত্বা অবস্থা থেকে শুরু করে শিশুকে স্তন্যপান করানোর পর্ব পর্যন্ত এই গ্রন্থিগুলি বেশি সক্রিয় থাকে ৷ দূর করে সংক্রমণের আশঙ্কা ৷ অন্তঃসত্ত্বা অবস্থায় এই গ্রন্থিগুলির আয়তন বাড়তে পারে ৷ হঠাৎ দেখলে মনে হতে পারে যেন পিম্পল ৷ কিন্তু সে সময় এগুলিকে ধরবেন না ৷ সংক্রমণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ৷
advertisement
5/5
তবে এই বাম্প নিয়মিত পর্যবেক্ষণ করবেন ৷ যদি দেখেন এগুলির রং পরিবর্তন হয়ে লালচে রঙের হয়ে গিয়েছে বা ফুলে গিয়েছে, গ্রন্থি থেকে কোনও তরল ক্ষরণ হচ্ছে তাহলে আর দেরি করবেন না ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন ৷
তবে এই বাম্প নিয়মিত পর্যবেক্ষণ করবেন ৷ যদি দেখেন এগুলির রং পরিবর্তন হয়ে লালচে রঙের হয়ে গিয়েছে বা ফুলে গিয়েছে, গ্রন্থি থেকে কোনও তরল ক্ষরণ হচ্ছে তাহলে আর দেরি করবেন না ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন ৷
advertisement
advertisement
advertisement