দামী দামী টুথপেস্টেও হচ্ছে না, দাঁত সাদা করতে মা -ঠাকুমার টোটাকাতেই কামাল করুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সেকেলে বলে দূরে সরিয়ে রাখবেন না... একেবারে দু-কাজে এক কাজ হয় এই টোটকাগুলিতে...
#কলকাতা: হাসি এক সুন্দর আবেগের বিচ্ছুরণ যা মানুষের জীবনে এক নিমেষেই সুখ ছড়িয়ে দিতে পারে। এটি ব্যক্তিত্বকে পূর্ণতা দান করে, শিশুদের হাসি একেবারে ইশ্বরের আশীর্বাদের মতোই পবিত্র৷ মুক্তোর মতো চকচকে দাঁত হলে হাসি একেবারেই ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’-র মতো হয়৷ তাই দাঁত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাঁড়ি কাঁড়ি দামী দামী মাজন বা মাউথ ওয়াশেই যে কামাল করা সম্ভব তা কিন্তু নয়৷ একদম আপনার হাতের কাছেই থাকে সেই টিপসই রইল৷ যার সাহায্যে দাঁতের হলদে ভাব থেকে মুক্তি পাওয়া যাবে।রইল কার্যকরী ঘরোয়া টোটকা৷ Photo- Representative
advertisement
বেকিং সোডা আপনার হলুদ দাঁতে উজ্জ্বলতা আনতে এটি সবচেয়ে সহজ টোটকা৷ যা আমাদের মা ঠাকুমাদের আমল থেকে চলে আসা টোটকা৷ দাঁত ঝকঝকে করতে হলে ১ চিমটি নুন এবং বেকিং সোডা মিশিয়ে ব্রাশের সাহায্যে ধীরে ধীরে দাঁতে ঘষে সেটা পরিষ্কার করতে হবে। নিয়মিত এটা করলেই হলুদ দাঁত বদলে গিয়ে সুন্দর সাদা ও চকচকে হবে। Photo- Representative
advertisement
advertisement
advertisement