শুধু মাত্র যৌন সঙ্গমের সময়েই যে যোনি ভিজে থাকবে, তা নয়। বরং মহিলাদের যৌনাঙ্গ প্রায়শই লুব্রিকেট হতে থাকে। ভ্যাজাইনার দেওয়ালের কোষগুলির মধ্যে তরল পদার্থ উৎপন্ন হওয়ার ফলে এটা হয়। যৌনাঙ্গের সুস্থতা বজায় রাখার জন্য এবং মসৃণ ও আনন্দদায়ক যৌন মিলনের জন্য ভ্যাজাইনাল ফ্লুয়িড দরকার। photo source collected