বিবাহ মানে কী শুধু সঙ্গম ? যৌনতা ছাড়াও কি টিঁকতে পারে বিবাহ ? জানুন

Last Updated:
যৌনতা ছাড়াও কি টিঁকতে পারে বিবাহ? এই পদ্ধতি মানলে জীবনে আসতে পারে সুখ!
1/22
যৌনতা জীবনের অঙ্গ। সুস্থতা আর সজীবতার লক্ষণা। আর সেই জীবনধর্মকে সমাজবদ্ধ করতেই মানুষ তাঁর সভ্যতা চর্যায় এনেছে বিবাহ নামক এক আচরণকে। যে আচরণে দু’টি মানুষ একত্রবাসের দিনগুলি উদযাপন করে সামাজিক সৌন্দর্য, পারিবারিক গ্রহণযোগ্যতাকে সঙ্গী করে। তা বলে বিবাহ মানে শুধু যৌনতার সমাজ স্বীকৃতি নয়।
যৌনতা জীবনের অঙ্গ। সুস্থতা আর সজীবতার লক্ষণা। আর সেই জীবনধর্মকে সমাজবদ্ধ করতেই মানুষ তাঁর সভ্যতা চর্যায় এনেছে বিবাহ নামক এক আচরণকে। যে আচরণে দু’টি মানুষ একত্রবাসের দিনগুলি উদযাপন করে সামাজিক সৌন্দর্য, পারিবারিক গ্রহণযোগ্যতাকে সঙ্গী করে। তা বলে বিবাহ মানে শুধু যৌনতার সমাজ স্বীকৃতি নয়।
advertisement
2/22
আবার বৈবাহিক সম্পর্কে যৌন সম্পর্কহীনতাও একেবারেই স্বাভাবিক নয়। কিন্তু এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়েই মানুষকে চলতে হয়। মন এবং শরীর যে সব সময় এক সুতোর টানাপড়েনে ওঠানামা করবে তার কোনও মানে নেই। সমাজের সব রীতি অক্ষরে অক্ষরে পালন করার দায়ও অনেক সময় অস্বীকার করতে চায় মানুষের মন।
আবার বৈবাহিক সম্পর্কে যৌন সম্পর্কহীনতাও একেবারেই স্বাভাবিক নয়। কিন্তু এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়েই মানুষকে চলতে হয়। মন এবং শরীর যে সব সময় এক সুতোর টানাপড়েনে ওঠানামা করবে তার কোনও মানে নেই। সমাজের সব রীতি অক্ষরে অক্ষরে পালন করার দায়ও অনেক সময় অস্বীকার করতে চায় মানুষের মন।
advertisement
3/22
অনেক সময়ই দেখা যায় যৌনতাহীন বিবাহিত জীবন কাটাতে বাধ্য হন দম্পতি। কোনও একপক্ষ যদি এই পরিস্থিতি একেবারেই মেনে নিতে না পারেন, তা হলে চরম হতাশা নেমে আসতে পারে। তৈরি হতে পারে ধ্বংসাত্মক মনোভাব। কিন্তু যদি স্বামী-স্ত্রীর বোঝাপড়া ঠিক থাকে, তা হলে যৌনতাহীন সুখী দাম্পত্যও সম্ভব এবং এটি মোটেও সোনার পাথর বাটির মতো কোনও অলীক বস্তু নয়। যৌনতা ছাড়াও নানা ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নিজের বিবাহিত জীবনকে।
অনেক সময়ই দেখা যায় যৌনতাহীন বিবাহিত জীবন কাটাতে বাধ্য হন দম্পতি। কোনও একপক্ষ যদি এই পরিস্থিতি একেবারেই মেনে নিতে না পারেন, তা হলে চরম হতাশা নেমে আসতে পারে। তৈরি হতে পারে ধ্বংসাত্মক মনোভাব। কিন্তু যদি স্বামী-স্ত্রীর বোঝাপড়া ঠিক থাকে, তা হলে যৌনতাহীন সুখী দাম্পত্যও সম্ভব এবং এটি মোটেও সোনার পাথর বাটির মতো কোনও অলীক বস্তু নয়। যৌনতা ছাড়াও নানা ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নিজের বিবাহিত জীবনকে।
advertisement
4/22
অন্তরঙ্গতার প্রয়োজনীয়তা — হ্যাঁ, এ কথা ১০০ শতাংশ সত্যি যে বিয়ে টিকিয়ে রাখার জন্য অন্তরঙ্গতা প্রয়োজন। বৈবাহিক সম্পর্কে থাকার জন্য ঘনিষ্ঠতা একান্ত প্রয়োজন। এই ঘনিষ্ঠতা কিন্তু অনেক রকমের হতে পারে। শারীরিক ঘনিষ্ঠতা অবশ্যই বৈবাহিক সম্পর্ককে উন্নত করে।
অন্তরঙ্গতার প্রয়োজনীয়তা — হ্যাঁ, এ কথা ১০০ শতাংশ সত্যি যে বিয়ে টিকিয়ে রাখার জন্য অন্তরঙ্গতা প্রয়োজন। বৈবাহিক সম্পর্কে থাকার জন্য ঘনিষ্ঠতা একান্ত প্রয়োজন। এই ঘনিষ্ঠতা কিন্তু অনেক রকমের হতে পারে। শারীরিক ঘনিষ্ঠতা অবশ্যই বৈবাহিক সম্পর্ককে উন্নত করে।
advertisement
5/22
কিন্তু তা বলে এটি যে সকলের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হবে, তা নয়। শারীরিক ঘনিষ্ঠতা কিছু মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে; আর এ ক্ষেত্রে বিপরীত প্রান্তের মানুষটি যদি তেমন মনে না করতে পারেন, তা হলেই সমস্যা তৈরি হতে পারে।
কিন্তু তা বলে এটি যে সকলের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হবে, তা নয়। শারীরিক ঘনিষ্ঠতা কিছু মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে; আর এ ক্ষেত্রে বিপরীত প্রান্তের মানুষটি যদি তেমন মনে না করতে পারেন, তা হলেই সমস্যা তৈরি হতে পারে।
advertisement
6/22
অন্য দিকে, মানসিক ঘনিষ্ঠতাও একটি বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখতে খুবই জরুরি। আসলে পৃথিবীর যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এই মানসিক ঘনিষ্ঠতা প্রয়োজন। দম্পতির মানসিক ঘনিষ্ঠতা তাঁদের জীবন নিয়ে আসতে পারে সংযুক্তি, সততা এবং সুখ।
অন্য দিকে, মানসিক ঘনিষ্ঠতাও একটি বৈবাহিক সম্পর্ককে টিকিয়ে রাখতে খুবই জরুরি। আসলে পৃথিবীর যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই এই মানসিক ঘনিষ্ঠতা প্রয়োজন। দম্পতির মানসিক ঘনিষ্ঠতা তাঁদের জীবন নিয়ে আসতে পারে সংযুক্তি, সততা এবং সুখ।
advertisement
7/22
পরস্পরের চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে যে নিরাপত্তা, আরাম এবং উষ্ণতা অনুভব করা যায়, তাকেই বোধহয় মানসিক ঘনিষ্ঠতা বলে আখ্যা দেওয়া যায়। এই মানসিক ঘনিষ্ঠতা ছাড়া বিবাহ স্বাস্থ্যকর হতে পারে না।
পরস্পরের চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে যে নিরাপত্তা, আরাম এবং উষ্ণতা অনুভব করা যায়, তাকেই বোধহয় মানসিক ঘনিষ্ঠতা বলে আখ্যা দেওয়া যায়। এই মানসিক ঘনিষ্ঠতা ছাড়া বিবাহ স্বাস্থ্যকর হতে পারে না।
advertisement
8/22
শুধু তাই নয়, বেশির ভাগ ক্ষেত্রেই এই মানসিক ঘনিষ্ঠতার বাঁধা তারেই নির্ভর করে সুর তোলে শারীরিক সম্পর্ক। ফলে মানসিক সম্পর্কের ফাঁক থেকে গেলে তা শারীরিক সম্পর্ককে মধুর করতে পারে না বেশির ভাগ সময়ই।
শুধু তাই নয়, বেশির ভাগ ক্ষেত্রেই এই মানসিক ঘনিষ্ঠতার বাঁধা তারেই নির্ভর করে সুর তোলে শারীরিক সম্পর্ক। ফলে মানসিক সম্পর্কের ফাঁক থেকে গেলে তা শারীরিক সম্পর্ককে মধুর করতে পারে না বেশির ভাগ সময়ই।
advertisement
9/22
যৌনতাহীন বিবাহও টেঁকে— অনেক ক্ষেত্রেই দেখা যায় যৌনতাহীনতার কথা আগে থেকে জেনেও কোনও কোনও দম্পতি বিবাহ সম্পর্কে আবদ্ধ হন। এমনকী সময়ের সঙ্গে সঙ্গে যদি সম্পর্ক পরিবর্তিত হয়, তা হলেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। অথবা, সমস্যা হলেও তা সমাধানের পথ রয়েছে।
যৌনতাহীন বিবাহও টেঁকে— অনেক ক্ষেত্রেই দেখা যায় যৌনতাহীনতার কথা আগে থেকে জেনেও কোনও কোনও দম্পতি বিবাহ সম্পর্কে আবদ্ধ হন। এমনকী সময়ের সঙ্গে সঙ্গে যদি সম্পর্ক পরিবর্তিত হয়, তা হলেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। অথবা, সমস্যা হলেও তা সমাধানের পথ রয়েছে।
advertisement
10/22
বিশেষজ্ঞরা বেশির ভাগ ক্ষেত্রেই দাবি করেন, কোনও মানুষ যদি তাঁর সঙ্গীকে সত্যিই ভালবাসেন, সম্পর্ককে মূল্য দেন, তা হলে দু’জনের মধ্যে যৌনতার অভাব হলেও তা দূর করা যেতে পারে। তবে দু’জনকেই সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হতে হবে।
বিশেষজ্ঞরা বেশির ভাগ ক্ষেত্রেই দাবি করেন, কোনও মানুষ যদি তাঁর সঙ্গীকে সত্যিই ভালবাসেন, সম্পর্ককে মূল্য দেন, তা হলে দু’জনের মধ্যে যৌনতার অভাব হলেও তা দূর করা যেতে পারে। তবে দু’জনকেই সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী হতে হবে।
advertisement
11/22
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় সংসারের কাজ, পেশাগত চাপ ইত্যাদির কারণে জীবনে যৌনতা কমে আসে। অনেক সময় অসুস্থতা, বার্ধক্যও গ্রাস করতে পারে। তখন অনেকেই যৌনতার অভাবকে মানিয়ে নিতে শিখে যান। কারণ তাঁরা তাদের সঙ্গীকে ভালবাসেন। শারীরিক ঘনিষ্ঠতা এবং যৌন স্পর্শের অন্য দিকগুলিকে তাঁরা অনুভব করেন যৌনমিলনের বাইরেও।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় সংসারের কাজ, পেশাগত চাপ ইত্যাদির কারণে জীবনে যৌনতা কমে আসে। অনেক সময় অসুস্থতা, বার্ধক্যও গ্রাস করতে পারে। তখন অনেকেই যৌনতার অভাবকে মানিয়ে নিতে শিখে যান। কারণ তাঁরা তাদের সঙ্গীকে ভালবাসেন। শারীরিক ঘনিষ্ঠতা এবং যৌন স্পর্শের অন্য দিকগুলিকে তাঁরা অনুভব করেন যৌনমিলনের বাইরেও।
advertisement
12/22
যৌনতাহীন বিবাহে সমস্যা জটিল হতে পারে— অনেক সময় অবশ্য বিবাহের অন্য ভাল এবং সুখের দিকগুলিকে ছাপিয়ে যেতে পারে যৌনতাহীনতার বেদনা। সে ক্ষেত্রে বিচ্ছেদের মুখোমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। থেরাপিস্টের সাহায্যে এমন সমস্যার সমাধান করাও সম্ভব।
যৌনতাহীন বিবাহে সমস্যা জটিল হতে পারে— অনেক সময় অবশ্য বিবাহের অন্য ভাল এবং সুখের দিকগুলিকে ছাপিয়ে যেতে পারে যৌনতাহীনতার বেদনা। সে ক্ষেত্রে বিচ্ছেদের মুখোমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। থেরাপিস্টের সাহায্যে এমন সমস্যার সমাধান করাও সম্ভব।
advertisement
13/22
তবে যদি দম্পতির একজন অসন্তুষ্ট এবং একজন সম্পূর্ণ সন্তুষ্ট হন তা হলে বিষয়টি জটিল হয়ে উঠতে পারে। তখন দ্বিতীয় জন প্রথম জনের সমস্যাকে গুরুত্ব নাও দিতে পারেন।
তবে যদি দম্পতির একজন অসন্তুষ্ট এবং একজন সম্পূর্ণ সন্তুষ্ট হন তা হলে বিষয়টি জটিল হয়ে উঠতে পারে। তখন দ্বিতীয় জন প্রথম জনের সমস্যাকে গুরুত্ব নাও দিতে পারেন।
advertisement
14/22
ফলে বৈবাহিক সম্পর্ককে উন্নত করার জন্য দু’জনেই সমান আগ্রহী কিনা তা জানা খুব জরুরি।
ফলে বৈবাহিক সম্পর্ককে উন্নত করার জন্য দু’জনেই সমান আগ্রহী কিনা তা জানা খুব জরুরি।
advertisement
15/22
যৌনতাহীন সুখী দাম্পত্য— আসলে যৌনতা ছাড়া একটি বিবাহ ততক্ষণ কার্যকরী হতে পারে যখন দম্পতির মধ্যে ঘনিষ্ঠতা গভীর হয়। অনেক সময়ই এই সম্পর্কের ভিত্তি হয় বন্ধুত্ব। দু’জনেই সম্পর্কে আবদ্ধ থাকার বিষয়ে আগ্রহী হন। এ ক্ষেত্রে শারীরিক যাপনের বাইরেও আনন্দ খুঁজে পান দম্পতি, স্নেহের বাঁধন থাকতে পারে।
যৌনতাহীন সুখী দাম্পত্য— আসলে যৌনতা ছাড়া একটি বিবাহ ততক্ষণ কার্যকরী হতে পারে যখন দম্পতির মধ্যে ঘনিষ্ঠতা গভীর হয়। অনেক সময়ই এই সম্পর্কের ভিত্তি হয় বন্ধুত্ব। দু’জনেই সম্পর্কে আবদ্ধ থাকার বিষয়ে আগ্রহী হন। এ ক্ষেত্রে শারীরিক যাপনের বাইরেও আনন্দ খুঁজে পান দম্পতি, স্নেহের বাঁধন থাকতে পারে।
advertisement
advertisement
advertisement