Summer Tips: বাজার থেকে আনুন পাঁচ টাকার এই শাক, লাগবে না AC শরীর হবে ভিতর থেকে ঠান্ডা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Life: ফটাফট হবে পেট ঠান্ডা, পাতে রাখুন এই শাক
ভারতের আয়ুর্বেদে শাস্ত্রে বিভিন্ন পাতা -জড়িবুটির একাধিক গুণাবলীও রয়েছে৷ আমের পাতা থেকে শুরু করে কালমেঘ পাতা সবকিছুতেই নানা রোগ নিরাময় করার গুণ রয়েছে এমনটাই বলে আয়ুর্বেদ৷ কিন্তু আরেকটি পাতা আছে যা অনেকেরই বাড়ির উঠোনে বা বাগানে এমনিতেই জন্মায় তার সম্পর্কে মানুষের জ্ঞান কম৷ এই শাক বাজারে মাত্র ৫ থেকে ১০ টাকা খরচ করলেই এক বান্ডিল মেলে৷ এই ঔষধি গাছের পাতায় এমন অনেক গুণ রয়েছে যা আপনার শরীরের অনেক গুরুতর সমস্যা দূর করতে পারে। Photo- Representative
advertisement
গরমে ত্রাহি ত্রাহি অবস্থা, এই সময় এমন অনেক খাবার বেছে নেওয়া হয় যা শরীরকে ভিতর থেকে সাহায্য করে৷ সেই তালিকায় পাট শাক একেবারে উপরের দিকে রয়েছে৷ পেটের গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে চাইলে অবশ্যই পাট পাতা খেতে হবে। এই পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা অন্ত্রে গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গাঁটের ব্যথা হোক বা বাতের ব্যথা পাটশাক অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে৷ ক্যালসিয়াম পাটশাকে প্রচুর পরিমাণে থাকে বলে হাড় মজবুত করে৷ আপনি কি হাড়ের শক্তি বাড়াতে চান? তাহলে পাট পাতা কাঁচা চিবিয়ে খেতে পারেন৷ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। আর এই দুটি উপাদানই হাড়ের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষেত্রে পারফেক্ট। Photo- Representative
advertisement
রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে ভাইরাস ও ব্যাকটেরিয়াকে শরীরে প্রবেশের সুযোগ দিতে না চাইলে পাট পাতা খাওয়া শুরু করুন। এর পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আসলে, এই পাতাগুলিতে ভিটামিন সি এবং কিছু অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি করে৷ Photo- Representative
advertisement