Sleep and Men Women: ছেলে না মেয়ে, বেশি ঘুম কাদের দরকার? জানুন ও সতর্ক হোন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
যে কোনও মানুষেরই দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন (Sleep and Men Women)।
কথায় বলে, যাঁেক ভালোবাসেন, তাঁকে ঘুমোতে দিন। যে কোনও মানুষেরই দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন (Sleep and Men Women)। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে, ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি ঘুম দরকার (Sleep and Men Women)। ছেলেদের থেকে মেয়েরা যদি বেশি ঘুমোন, তাহলে বুঝতে হবে সেটি একেবারেই তাঁর শারীরিক গঠনের জন্য এবং তা প্রয়োজনীয় (Sleep and Men Women)। কিন্তু মেয়েদের বেশি ঘুম দরকার কেন?
advertisement
advertisement
advertisement
গবেষক হর্নির দাবি, দিনের বেলায় মস্তিষ্ক যত খাটানো হবে এর কার্যক্ষমতা বাড়াতে তত বেশি ঘুম দরকার হবে। মেয়েরা একসঙ্গে সাবলীলভাবে একাধিক কাজ করেন এবং ছেলেদের তুলনায় মস্তিষ্ক খাটিয়ে এসব কাজ সুষ্ঠুভাবে করেন বলেই তাঁদের ঘুম বেশি দরকার। গড়ে ২০ মিনিট বেশি ঘুম দরকার হলেও বিভিন্ন মেয়ের ক্ষেত্রে তা কমবেশি হতে পারে।
advertisement
advertisement
advertisement