Fennel Seeds: রেস্তোরাঁয় খাওয়ার পরে বিলের সঙ্গে মৌরি কেন দেয়? ৯৯ শতাংশ মানুষই জানেন না কিন্তু..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। শেষপাতে মৌরি কিন্তু তাঁদের জন্যেও খুব কাজের৷ মৌরিতে থাকে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট৷ যা অত্যন্ত কার্যকরী অ্যান্টি-ইনফ্লামেটরি এজেন্ট৷ এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
advertisement
advertisement
মৌরি খাওয়ার উপকারিতাও হার্টের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে৷ যে কারণে এটি হাই কোলেস্টেরলের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। প্রতিদিন কমপক্ষে ৭ গ্রাম মৌরি খেলে সুস্থ থাকে হার্ট। এতে উপস্থিত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামও থাকে৷ যা সুস্থ হার্টের জন্য অপরিহার্য।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়া, গ্যাস, অম্বল, বদহজম আজকাল ঘরে ঘরে৷ রেস্তোরাঁয় গেলেই সাধারণত আমাদের ভারী খাওয়া দাওয়া হয়৷ তাই ঝাল-মশলা হজম যাতে দ্রুত হয়, সেই কারণে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৌরির পাত্র এগিয়ে দেওয়া হয় বিলের সঙ্গে৷ এতে একদিকে যেমন, ক্রেতাদের প্রতি সৌজন্য প্রকাশ পায়, তেমনই ক্রেতারাও মৌরি বা পানমশলা পেয়ে একটু ফুরফুরে বোধ করেন৷ (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য নিউজ১৮ নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)