Winter Weight Gain Problem: শীতকালে গড়ে প্রায় দেড় কেজি পর্যন্ত ওজন বাড়ে! শুরুতেই সাবধান না হলে বিপদ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শীতের শুরুতেই এই বিষয়ে সাবধান না হলে পরে বিপদে পড়তে পারেন যে কেউ (Winter Weight Gain Problem)।
শীতের শুরুতেই এই বিষয়ে সাবধান না হলে পরে বিপদে পড়তে পারেন যে কেউ (Winter Weight Gain Problem)। ওজন বাড়ার প্রবল সম্ভাবনা থাকে শীতকালে। তার পিছনে রয়েছে একাধিক কারণ (Winter Weight Gain Problem)। গবেষণায় জানা গিয়েছে, শীতকালে প্রতিটি মানুষের গড়ে প্রায় দেড় কেজি পর্যন্ত ওজন বাড়ে। ফলে শুরুতেই এ নিয়ে সাবধান হতে হবে (Winter Weight Gain Problem)। এর পাশাপাশি, শীতকালে রোগা থাকা, মেদ ঝরানো, ওজন কমানো যেন একটা বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ ইচ্ছাও করে না। জেনে নিন কেন শীতকালে বাড়তে পারে।
advertisement
শারীরিক কসরত: শীতকালে লেপ বা কম্বলের তলায় বই পড়ে অনেকেই সময় কাটাতে ভালোবাসি। অনেকে ঠান্ডার কারণে হাটা, জগিং ছেড়ে দেন। এতে খাবার খাওয়ার মাধ্যমে শরীরে যে ক্যালোরি যোগ হয় তা ক্ষয় হয় না। ফলে তা ফ্যাট আকারে শরীরে জমা হতে থাকে। সবচেয়ে ভালো হয় আপনি একজন ওয়ার্কআউট পার্টনার খুঁজে বের করুন। এতে হাটা বা জগিং এর প্রতি আগ্রহ বাড়বে। কমবে ওজন।
advertisement
advertisement
advertisement
advertisement
মন মেজাজের উপর প্রভাব: সূর্যের আলোর অভাবে বেশিরভাগ মানুষ সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে ভোগেন। এর ফলে মানুষ অনেক বেশি সময় মুড ভালো রাখতে খাবার খান। গরম কালে আমাদের মুড ভালো থাকে। যা মস্তিষ্কে হ্যাপি সিরোটোনিন বা হ্যাপি হরমোন ক্ষরণে সাহায্য করে। যা ওজন কমাতে সাহায্য করে। শীতে আবহাওয়ার কারণে মুড অফ থাকায় সিরোটোনিনের ক্ষরণ কমে। আমরাও মুড ভালো করতে বেশি খাই। ফলে ওজন বাড়ে।
advertisement