Health Tips: শরীর হবে 'বিষমুক্ত'...! খালি পেটে ঘি-এর সঙ্গে মিশিয়ে নিন এক চিমটি, শুষে নেবে গাঁটের ব্যথা, ৭ দিন খেলেই কামাল, ম্যাজিকের মতো বাড়বে এনার্জি
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Health Tips: সকালে উঠেই চা-কফিতে চুমুক না দিয়ে বরং ঘি আর হলুদের মিশ্রণ সেবন করা যেতে পারে। এর জন্য এক চা-চামচ ঘিয়ের মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে নিলেই দিনের শুরুটা একদম তরতাজা হবে।
advertisement
advertisement
ঘি-এর মধ্যে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ধীরে ধীরে পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে। অতিরিক্ত উত্তেজনা ছাড়াই লিভারকে শরীর থেকে বিষমুক্ত করতে সহায়তাও করে। এদিকে হলুদের মধ্যে থাকে কারকিউমিন। উভয় একসঙ্গে মিলে লিভার ইনফ্লেমেশন বা প্রদাহ কমায় এবং ব্যালেন্সড ডিটক্স প্রক্রিয়ায় সাহায্য করে। প্রাকৃতিক উপায়ে দিনটা শুরু করার জন্য আদর্শ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







