Health Tips: গরমে গাদা গাদা পাউডার ঢালছেন গায়ে? এই ভুলের খেসারত চরম! ক্যানসার অবধি হতে পারে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Health Tips: অনেকেই জানেন না, পাউডার থেকে কী মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের শরীরে। এমনকী এর থেকে ক্যানসারও হতে পারে। এই পাউডারে রয়েছে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেক মহিলারাই আছেন, যাঁরা জেনিটাল পার্টে পাউডার দেন। অনেকের ধারণা পাউডার যে কোনও সংক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি দুর্গন্ধ দূর করে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা । সংক্রমণ রোধে পাউডারের বিশেষ ভূমিকা নেই। বরং এটা দেখা গিয়েছে, যে মহিলারা গোপনাঙ্গে পাউডার ব্যবহার করেন তাঁদের ৪৪ শতাংশই ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
advertisement