৩০ পেরিয়ে গিয়েছেন ? চেহাড়ায় বুড়োটে ছাপ ? নানা ধরনের অ্যান্টি-এজিং ক্রিম, চুল শক্তপক্ত রাখার তেল, চামড়ায় ভাঁজ না পড়ার লোশন ইতিমধ্যেই ব্যবহার করা হয়ে গিয়েছে ! কিন্তু ফল কিছুই মিলছে না ! শেষমেশ মনে বাসা বাঁধছে অবসাদ ! সারাক্ষণ মনে একটাই চিন্তা, ''ইসস! বুড়ি হয়ে গেলাম'! চিন্তা ভুলুন! মাথায় রাখবেন, একগুচ্ছ কেমিক্যাল ব্যবহারে আখেরে কোনও ফল মেনে না ! হিতে বিপরীতই হয়! তারচেয়ে বরং কয়েকটা সহজ পদ্ধতি মেনে চলুন--
Photo Source: Collected