Health Tips: শীতের এই চেনা ফুল-ই করবে কামাল, চুল পাকা কমাবে, রোধ করবে কনস্টিপেশন থেকে ক্যানসার
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
গাঁদা ফুল যেমন রথপচর্চাতে ব্যবহার করা হয়, তেমনি নানা জটিল-কঠিন রোগ-ও রোধ করে, রয়েছে নানা ওষধি গুণ
আজকাল আমরা নানা ধরনের রাসায়নিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি ত্বক ও চুলের সৌন্দর্য বজায় রাখার জন্য। এতে একদিকে যেমন প্রচুর অর্থ ব্যয় হয়, তেমনই এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। অথচ, রূপচর্চার জন্য অনায়াসে বেছে নেওয়া যেতে পারে প্রাকৃতিক নিদান। প্রকৃতি এমনই একটি ফুলের জন্ম দিয়েছে যা মানুষের নানা কাজে লাগে। খুবই পরিচিত ফুল—গাঁদা।
advertisement
হলুদ, কমলা বা মিশ্র রঙের এই ফুলটি ছাড়া প্রায় কোনও শুভ কাজই সম্পন্ন হতে পারে না। অথচ, এই গাঁদা ফুলের রয়েছে আরও নানা গুণ। সাধারণত, বাগানে রঙিন গোলগাল এই ফুলটি ছাড়া বাড়ি বা ধর্মস্থানের কোনও শুভ অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। ঘর সাজাতেও ব্যবহৃত হয় এই ফুলটি। সৌন্দর্য চর্চা ছাড়াও নানা সমস্যা সমাধানে কাজে আসতে পারে নানা ঔষধি গুণে ভরপুর এই ফুলটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement