Saag health Benefit: রাস্তার ধারের সামান্য ঘাস! ডায়াবেটিস থেকে শুরু করে রক্তাল্পতা..একাধিক রোগের মারণাস্ত্র এই সামান্য শাক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Diabetes Control Tips: রাস্তার ধারে ঘাসের মতো হয়ে থাকে। চোখের সামনেই হয়ে থাকা এই সবুজ শাকের গুণ সম্পর্কে বেশিরভাগ কেউই জানে না। গাছে ছোট্ট ছোট্ট হলুদ ফুল হয়। গরমে এই শাক খেলে একাধিক রোগ দূরে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কুলফা শাক শরীরে রক্ত উত্পাদনে সাহায্য করে। এটি রক্তশূন্যতার সমস্যা দূর করে। এছাড়াও এতে উপস্থিত ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক। কুলফা শাক আয়রণ সমৃদ্ধ। যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকে তবে আপনার খাদ্যতালিকায় এই শাকটি অন্তর্ভুক্ত করা উচিত। শরীরে রক্তের অভাব দ্রুত দূর করে।
advertisement
কুলফায় উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে। এটি ক্রমাগত সেবন করলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ ড. বিদ্যা গুপ্তা। কুলফার শাক-সবজিতে প্রদাহরোধী গুণ রয়েছে যা সব ধরনের প্রদাহজনিত সমস্যা কমাতে পারদর্শী। এমনকী বাতের ব্যথা থেকেও মুক্তি দিতে পারে কুলফা শাক।
advertisement