Health Tips: শীতকালে নখের পাশে চামড়া উঠে ব্যথা-রক্তারক্তি? দাঁত দিয়ে না কেটে যা করতেই হবে জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Tips: নখের পাশে ছোট্ট একটু চামড়া উঠলে অনেকেই তা ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। আর তখনই বাড়ে বিপদ।
আপনার আঙুলে নখের পাশের চামড়া যদি প্রায়ই উঠে আসে, তবে তা আপনার মনে হতে পারে যে খুব স্বাভাবিক ঘটনা। শীতকালে এই প্রবণতা আরও বাড়ে। তবে এই সাধারণ ঘটনাটি প্রায়শই বেশ বিরক্তির কারণ তৈরি করে। কারণ নখের পাশের চামড়া উঠলে বেশ ব্যথা লাগে, সেই ব্যথা বেশ কয়েকদিন থাকেও। ফলে কাজকর্ম করতে সমস্যায় পড়তে হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
এক্ষেত্রে ওই স্থানে ব্যথা হয়, আবার কখনও কখনও তা সংক্রমণের কারণ হতে পারে। আর আঙুলের অগ্রভাগে শরীরের অনেক গুরুত্বপূর্ণ নার্ভ থাকে। ফলে নখের আশপাশ থেকে ওঠা চামড়া ছিঁড়লে বিপদ বাড়তে পারে। তবে কেন এই চামড়া ওঠে?
advertisement
বিশেষজ্ঞদের মতে, নখের পাশে মড়া চামড়া ওঠার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম হলো- অপরিষ্কার নখ, বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও জলের কাজ করা কিংবা শরীরে পুষ্টি বা ভিটামিনের অভাব।
advertisement
নখের পাশে ছোট্ট একটু চামড়া উঠলে অনেকেই তা ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। আর তখনই বাড়ে বিপদ। এতে অনেকটা চামড়া উঠে আসে। যা ব্যথা বাড়ায়। ফলে নখের আশপাশে চামড়া উঠে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
advertisement
এই সমস্যা দেখা দেখলে প্রথমে সেই চামড়ার অংশ সাবধানে কেটে ফেলুন নেইল কাটার দিয়ে। তবে খেয়াল রাখবেন যেন ক্ষত সৃষ্টি না হয়। নখের পাশের এই চামড়াগুলো মৃতকোষ। যদি আপনি নিয়মিত নখের পরিচর্যা করেন তাহলে এই মৃত চামড়া সহজে উঠবে না। অপরিষ্কার নখের পাশেই চামড়া ওঠার সমস্যা দেখা যায়।
advertisement
কিছু চামড়া নখের মধ্যেও বেড়ে ওঠে। সেগুলোও বেশ সাবধানে ছেঁটে ফেলতে হবে। আর কখনও তা টেনে ছিঁড়তে যাবেন না। এতে সেখানে ব্যথা হতে পারে। নখ বেশি শুষ্ক থাকলে কিউটিকেল অয়েল ব্যবহার করুন। এতে নখের আশপাশে চামড়া ওঠার সমস্যা কমবে।
advertisement
অনেক সময় নখের কোণে ময়লা জমে যায়। সেক্ষেত্রে হালকা গরম জলে হাত ও পা কিছুক্ষণ চুবিয়ে রেখে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। পাশাপাশি অতিরিক্ত জলের কাজ করবেন না। আর করলেও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। হাত ধোয়ার পর পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে নখের আশপাশের ত্বক শুষ্ক হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)