রুটি এবং ভাত বেশিরভাগ সময়ই একদম গুণে বা মাপে তৈরি করা যায় না। ফলে বেশিরভাগ দিনই তা থেকে যায়। বাসি ভাত বা রুটির স্বাস্থ্যগুণ কিন্তু কোনও অংশেই কম নয়। বরং টাটকা খাবারের চেয়ে অনেকটাই বেশি। ভাত তো অনেকেই টাটকা ভাতে মিশিয়ে খান। কিন্তু বাসি রুটি? খাওয়ায় আশঙ্কা না করে জানুন এটি খেলে শরীরে কী হয়। (Health Tips)