Health Tips: গরমে মাথা ঠান্ডা থাকছে না? এই উপায়গুলি কাজে লাগান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কীভাবে মাথা ঠান্ডা রাখবেন জানুন। (Health Tips)
শনিবার মরসুমের প্রথম কালবৈশাখী দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যদিও বৃষ্টি জারি, ফলে আবহাওয়া মনোরম। কিন্তু দক্ষিণের জেলাগুলি-সহ দেশের বেশিরভাগ প্রান্তেই গ্রীষ্মের ভীষণ দাবদাহ চলছে। এই পরিস্থিতিতে কাজ, সংসার, সন্তান, বন্ধু, লোক-লৌকিকতা করে মাথা ঠান্ডা রাখাই কষ্টের হচ্ছে। কীভাবে মাথা ঠান্ডা রাখবেন জানুন। (Health Tips)
advertisement
advertisement
advertisement
গরম কালে মাথা ঘেমে যায়। তাই চুল পড়ার মতো সমস্যা যেমন হয়, তেমনই মাথা গরমও হয়ে থাকে। এই সময় তাই ঘনঘন শ্যাম্পু করুন। অনেকে মনে করেন বেশি শ্যাম্পু করলে চুল থেকে ময়শ্চার কমে গিয়ে চুল রুক্ষ হয়ে যায়। কিন্তু মাথায় ঘাম বসলে চুলের আরও ক্ষতি হতে পারে। তাই শ্যাম্পু করলে মাথা পরিষ্কার থাকবে। অনেক হালকা ও ঠান্ডা লাগবে।
advertisement
advertisement
advertisement