Health Tips: কাঁচালঙ্কা ছাড়া খাবার মুখে রোচে না? ডায়াবেটিস ও প্রেশারের রোগীদের কি কাঁচালঙ্কা খাওয়া উচিত? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
কাঁচালঙ্কায় বেশ অনেকটা পরিমাণে ভিটামিন এ থাকে। যার ফলে হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভাল রাখতে সাহায্য করে কাঁচালঙ্কা। ভিটামিন সি-এর পরিমাণও লঙ্কায় বেশি থাকে। তাই ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে কাঁচালঙ্কা। সহজে মুখে বলিরেখাও পড়তে দেয় না
অনেকে ঝাল দেখলেই ভয়ে পালান, অনেকে ঝাল ছাড়া খেতে পারেন না! অনেকে ভাবেন ঝাল বুঝি বা শরীরের ক্ষতি করে! কিন্তু এই ধারণা একেবারেই ভুল। পুষ্টিবিদরা বলছেন, কাঁচালঙ্কা পুষ্টিকর। রোজ কাঁচালঙ্কা খেলে ওষুধের খরচ কমবে, দূরে পালাবে একাধিক জটিল-কঠিন রোগ। ডাঃ অভিজিৎ রায় বলছেন, কাঁচালঙ্কা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। কাঁচালঙ্কায় আছে ভিটামিন বি৬, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম এবং কপারের মত গুরুত্বপুর্ণ উপাদান।
advertisement
advertisement
advertisement
advertisement