Health Tips: ওষুধের কী প্রয়োজন! এই ৩ ফল খান, শরীরে যা পরিবর্তন ঘটবে, অভাবনীয়! কোন তিন ফল?
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Health Tips: আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু ফলের নাম বলব, যা ত্বকে অবিলম্বে জেল্লা এনে দিতে পারে।
সুন্দর হওয়ার জন্য মানুষ কত কী-ই না করে! নিয়মিত পার্লার যাওয়া, যোগাসন করা এবং ভাল ভাল পুষ্টিকর খাবার খাওয়া ইত্যাদি তো আছেই। তবে এরপরেও সেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। আজ এই প্রতিবেদনে আমরা এমন কিছু ফলের নাম বলব, যা ত্বকে অবিলম্বে জেল্লা এনে দিতে পারে। যা মেক-আপ, পার্লারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে।
advertisement
এই ফলগুলিকে সৌন্দর্যের ফলও বলা হয়। এর মধ্যে অন্যতম হল বেরি, পেঁপে এবং কমলালেবু। এই ফলগুলির মধ্যে একাধিক নিউট্রিয়েন্ট উপস্থিত থাকে। যা মুখের কমপ্লেকশন উন্নত করতে সাহায্য করে। আর ভিতর থেকে ত্বকের মধ্যে আনে এক প্রাকৃতিক বা স্বাভাবিক জেল্লা। ঝাড়খণ্ডের রাঁচির আয়ুর্বেদিক চিকিৎসক ভিকে পাণ্ডের কাছ থেকে শুনে নেওয়া যাক এই বিষয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement