Health Tips: গোপনাঙ্গে ফোড়ার ব্যথায় কষ্ট পান? 'বার্থোলিন সিস্ট' কিন্তু ক্যানসার ডেকে আনে! কী করবেন অবশ্যই জানুন

Last Updated:
Health Tips: বার্থোলিন গ্রন্থি যোনির প্রবেশদ্বারের নিচে বাঁ ও ডান দিকে অবস্থিত থাকে। এই গ্রন্থিই যোনির পিচ্ছিলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
1/8
গোপনাঙ্গে ফোড়ার কষ্ট মেয়েরা প্রত্যেকেই কম-বেশি অনুভব করেন। লাল, সাদা বা রংহীন এই ফোড়া খুবই ব্যথা-বেদনাদায়ক। ভিতরে পুঁজও জমে থাকে এই ফোড়ার ভিতর। সাধারণত গোপনাঙ্গের এই ফোড়াগুলি একই জায়গা থেকে বার বার বের হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
গোপনাঙ্গে ফোড়ার কষ্ট মেয়েরা প্রত্যেকেই কম-বেশি অনুভব করেন। লাল, সাদা বা রংহীন এই ফোড়া খুবই ব্যথা-বেদনাদায়ক। ভিতরে পুঁজও জমে থাকে এই ফোড়ার ভিতর। সাধারণত গোপনাঙ্গের এই ফোড়াগুলি একই জায়গা থেকে বার বার বের হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
ঘরোয়া উপায়ে এই ফোড়া থেকে মুক্তি পেতে পারেন। উষ্ণ জল দিয়ে ১০ মিনিট বাদে বাদে দিনে চারবার ফোড়ার উপর সেঁক দিন। অ্যান্টিবায়োটিক সাবান দিয়ে ফোড়ার চারপাশে পরিষ্কার করুন। রোজ স্নান করুন। ফোড়াটা ঢেকে রাখুন পারলে। ব্যথা কমায় এমন মলম ব্যবহার করুন। ব্যাকটেরিয়া মারার জন্য তোয়ালে গরম জলে কেচে পরিষ্কার রাখুন। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ঘরোয়া উপায়ে এই ফোড়া থেকে মুক্তি পেতে পারেন। উষ্ণ জল দিয়ে ১০ মিনিট বাদে বাদে দিনে চারবার ফোড়ার উপর সেঁক দিন। অ্যান্টিবায়োটিক সাবান দিয়ে ফোড়ার চারপাশে পরিষ্কার করুন। রোজ স্নান করুন। ফোড়াটা ঢেকে রাখুন পারলে। ব্যথা কমায় এমন মলম ব্যবহার করুন। ব্যাকটেরিয়া মারার জন্য তোয়ালে গরম জলে কেচে পরিষ্কার রাখুন। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
3/8
বার্থোলিন গ্রন্থি যোনির প্রবেশদ্বারের নিচে বাঁ ও ডান দিকে অবস্থিত থাকে। এই গ্রন্থিই যোনির পিচ্ছিলতা বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণত যৌন মিলনের সময় তরল ক্ষরণ করাই এই বার্থোলিন গ্রন্থির কাজ।
বার্থোলিন গ্রন্থি যোনির প্রবেশদ্বারের নিচে বাঁ ও ডান দিকে অবস্থিত থাকে। এই গ্রন্থিই যোনির পিচ্ছিলতা বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণত যৌন মিলনের সময় তরল ক্ষরণ করাই এই বার্থোলিন গ্রন্থির কাজ।
advertisement
4/8
অনেক সময় বিভিন্ন কারণে গ্রন্থির মুখটি বন্ধ হয়ে গেলে তরল ক্ষরণের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই বাধাপ্রাপ্ত হয়। ফলে গ্রন্থিটি ফুলতে থাকে যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় 'বার্থোলিন সিস্ট'। এই বাধা সৃষ্টি হওয়ার ফলে গ্রন্থির জমে থাকা তরল পদার্থটি ব্যাকটিরিয়ার দ্বারা সংক্রমিত হয়। একে বলা হয় বার্থোলিন অ্যাবসেস।
অনেক সময় বিভিন্ন কারণে গ্রন্থির মুখটি বন্ধ হয়ে গেলে তরল ক্ষরণের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই বাধাপ্রাপ্ত হয়। ফলে গ্রন্থিটি ফুলতে থাকে যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় 'বার্থোলিন সিস্ট'। এই বাধা সৃষ্টি হওয়ার ফলে গ্রন্থির জমে থাকা তরল পদার্থটি ব্যাকটিরিয়ার দ্বারা সংক্রমিত হয়। একে বলা হয় বার্থোলিন অ্যাবসেস।
advertisement
5/8
এই ফোড়ার উপসর্গগুলিও খুব কষ্টকর। জ্বর, যোনির প্রবেশদ্বারে ব্যথা, যৌনমিলনের সময় কষ্ট, বসতে বা হাঁটাচলা করতে গেলেও নিদারুণ ব্যথা অনুভব।
এই ফোড়ার উপসর্গগুলিও খুব কষ্টকর। জ্বর, যোনির প্রবেশদ্বারে ব্যথা, যৌনমিলনের সময় কষ্ট, বসতে বা হাঁটাচলা করতে গেলেও নিদারুণ ব্যথা অনুভব।
advertisement
6/8
প্রাথমিকভাবে বুঝবেন কীভাবে? নিম্নাঙ্গের বাঁদিক বা ডানদিকে যন্ত্রণা শুরু হয় এবং ফোলা ভাব অনুভূত হয়। তবে প্রথমদিকে অবহেলা করলে যন্ত্রণা বাড়তে পারে। অনেক সময় এমনিতে ফোড়ার মতো ফেটেও যেতে পারে। তখন সাময়িকভাবে যন্ত্রণা কমে গেলেও রোগটি ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়।
প্রাথমিকভাবে বুঝবেন কীভাবে? নিম্নাঙ্গের বাঁদিক বা ডানদিকে যন্ত্রণা শুরু হয় এবং ফোলা ভাব অনুভূত হয়। তবে প্রথমদিকে অবহেলা করলে যন্ত্রণা বাড়তে পারে। অনেক সময় এমনিতে ফোড়ার মতো ফেটেও যেতে পারে। তখন সাময়িকভাবে যন্ত্রণা কমে গেলেও রোগটি ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়।
advertisement
7/8
সাধারণত ২০ বছর বয়সের পর থেকে রোগটি শুরু হয়। তবে প্রধাণত মহিলারা যে বয়স থেকে যৌন মিলনে লিপ্ত হন, সেই বয়স থেকেই এই রোগের সম্ভাবনা থাকে। কারণ বার্থোলিন গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি পায় ওই সময় থেকেই।
সাধারণত ২০ বছর বয়সের পর থেকে রোগটি শুরু হয়। তবে প্রধাণত মহিলারা যে বয়স থেকে যৌন মিলনে লিপ্ত হন, সেই বয়স থেকেই এই রোগের সম্ভাবনা থাকে। কারণ বার্থোলিন গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি পায় ওই সময় থেকেই।
advertisement
8/8
বার্থোলিন গ্ল্যান্ডে ক্যানসারের সম্ভাবনা অনেক সময়ই থাকে। ভিতরে যদি কোনও 'গ্রোথ' থেকে থাকে তা হলে তার উপসর্গগুলি বার্থোলিন অ্যাবসেসের সঙ্গে মিলে যায়। সেক্ষেত্রেও অস্ত্রোপচারের মাধ্যমে গ্রন্থি বাদ দিয়ে দেওয়া হয়।
বার্থোলিন গ্ল্যান্ডে ক্যানসারের সম্ভাবনা অনেক সময়ই থাকে। ভিতরে যদি কোনও 'গ্রোথ' থেকে থাকে তা হলে তার উপসর্গগুলি বার্থোলিন অ্যাবসেসের সঙ্গে মিলে যায়। সেক্ষেত্রেও অস্ত্রোপচারের মাধ্যমে গ্রন্থি বাদ দিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement