Health Tips: গোপনাঙ্গে ফোড়ার ব্যথায় কষ্ট পান? 'বার্থোলিন সিস্ট' কিন্তু ক্যানসার ডেকে আনে! কী করবেন অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Tips: বার্থোলিন গ্রন্থি যোনির প্রবেশদ্বারের নিচে বাঁ ও ডান দিকে অবস্থিত থাকে। এই গ্রন্থিই যোনির পিচ্ছিলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
গোপনাঙ্গে ফোড়ার কষ্ট মেয়েরা প্রত্যেকেই কম-বেশি অনুভব করেন। লাল, সাদা বা রংহীন এই ফোড়া খুবই ব্যথা-বেদনাদায়ক। ভিতরে পুঁজও জমে থাকে এই ফোড়ার ভিতর। সাধারণত গোপনাঙ্গের এই ফোড়াগুলি একই জায়গা থেকে বার বার বের হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
ঘরোয়া উপায়ে এই ফোড়া থেকে মুক্তি পেতে পারেন। উষ্ণ জল দিয়ে ১০ মিনিট বাদে বাদে দিনে চারবার ফোড়ার উপর সেঁক দিন। অ্যান্টিবায়োটিক সাবান দিয়ে ফোড়ার চারপাশে পরিষ্কার করুন। রোজ স্নান করুন। ফোড়াটা ঢেকে রাখুন পারলে। ব্যথা কমায় এমন মলম ব্যবহার করুন। ব্যাকটেরিয়া মারার জন্য তোয়ালে গরম জলে কেচে পরিষ্কার রাখুন। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
অনেক সময় বিভিন্ন কারণে গ্রন্থির মুখটি বন্ধ হয়ে গেলে তরল ক্ষরণের প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই বাধাপ্রাপ্ত হয়। ফলে গ্রন্থিটি ফুলতে থাকে যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় 'বার্থোলিন সিস্ট'। এই বাধা সৃষ্টি হওয়ার ফলে গ্রন্থির জমে থাকা তরল পদার্থটি ব্যাকটিরিয়ার দ্বারা সংক্রমিত হয়। একে বলা হয় বার্থোলিন অ্যাবসেস।
advertisement
advertisement
advertisement
advertisement