Health Tips: এই বাদামের খোসা ফেলে দেন নাকি? চুল, ত্বকের বাড়তি যত্ন নিতে ব্যবহার করুন, ঝলমলে থাকবেন…

Last Updated:
Almond Peels Health Benefits: আমন্ডের মতো আমন্ডের খোসাতেও ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা চুল ও ত্বকের জন্য দারুণ উপযোগী।
1/8
শরীরের যত্নে অনেকেই নিয়মিত কাঠবাদাম খেয়ে থাকেন। কাঠবাদাম ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।
শরীরের যত্নে অনেকেই নিয়মিত কাঠবাদাম খেয়ে থাকেন। কাঠবাদাম ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর।
advertisement
2/8
অনেকেই কাঠবাদাম খেয়ে খোসা ফেলে দেন। বাস্তবে আমন্ড যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ, তেমনই আমন্ডের খোসাও পুষ্টিগুণ সমৃদ্ধ।
অনেকেই কাঠবাদাম খেয়ে খোসা ফেলে দেন। বাস্তবে আমন্ড যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ, তেমনই আমন্ডের খোসাও পুষ্টিগুণ সমৃদ্ধ।
advertisement
3/8
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, আমন্ডের খোসার উপাদানগুলো স্বাস্থ্যের পাশাপাশি চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী।
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, আমন্ডের খোসার উপাদানগুলো স্বাস্থ্যের পাশাপাশি চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী।
advertisement
4/8
কাঠবাদামের খোসা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে চনমনে রাখে। ত্বকের পরিচর্যায় বেশ কাজে লাগে কাঠবাদামের এই খোসা।
কাঠবাদামের খোসা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে চনমনে রাখে। ত্বকের পরিচর্যায় বেশ কাজে লাগে কাঠবাদামের এই খোসা।
advertisement
5/8
আমন্ডের খোসায় রয়েছে প্রচুর ভিটামিন-E। তাই চুলের যত্নে আমন্ডের খোসার মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করলে চুল ভাল থাকে।
আমন্ডের খোসায় রয়েছে প্রচুর ভিটামিন-E। তাই চুলের যত্নে আমন্ডের খোসার মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করলে চুল ভাল থাকে।
advertisement
6/8
দাঁতের সমস্যায় কাঠবাদামের খোসা বেশ উপকারী। কাঠবাদামের খোসা পুড়িয়ে সেই ছাই দাঁতে ব্যবহার করলে ব্যথা থেকে মুক্তি মেলে।
দাঁতের সমস্যায় কাঠবাদামের খোসা বেশ উপকারী। কাঠবাদামের খোসা পুড়িয়ে সেই ছাই দাঁতে ব্যবহার করলে ব্যথা থেকে মুক্তি মেলে।
advertisement
7/8
আমন্ডের খোসার পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগালে খুশকি, চুলপড়া ও উকুনের মতন সমস্যায় দ্রুত সমাধান পাওয়া যায়।
আমন্ডের খোসার পেস্ট বানিয়ে স্ক্যাল্পে লাগালে খুশকি, চুলপড়া ও উকুনের মতন সমস্যায় দ্রুত সমাধান পাওয়া যায়।
advertisement
8/8
আমন্ডের খোসা ত্বককে যে কোনও ধরনের অ্যালার্জি‌, চুলকানি, র‍্যাশ, প্রদাহ ও অন্যান্য চর্মরোগের হাত থেকে সহজে রক্ষা করতে পারে।
আমন্ডের খোসা ত্বককে যে কোনও ধরনের অ্যালার্জি‌, চুলকানি, র‍্যাশ, প্রদাহ ও অন্যান্য চর্মরোগের হাত থেকে সহজে রক্ষা করতে পারে।
advertisement
advertisement
advertisement