আপনি নাক খোঁটেন? জেনে নিন নিজের কী বিপদ ডেকে আনছেন

Last Updated:
1/8
আপনার কি নাক খোঁটা অভ্যাস রয়েছে? বা যখন তখন কান খোঁচান? মুখে হাত দেন? তাহলে জেনে নিন নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি৷ আমাদের শরীরের কিছু জায়গা রয়েছে যেখানে হাত দিলে কঠিন অসুখ পর্যন্ত হতে পারে৷
আপনার কি নাক খোঁটা অভ্যাস রয়েছে? বা যখন তখন কান খোঁচান? মুখে হাত দেন? তাহলে জেনে নিন নিজের মারাত্মক ক্ষতি করছেন আপনি৷ আমাদের শরীরের কিছু জায়গা রয়েছে যেখানে হাত দিলে কঠিন অসুখ পর্যন্ত হতে পারে৷
advertisement
2/8
আমরা অনেকেই কান চুলকোলে আঙুল ঢুকিয়ে জোরে খোঁচাতে থাকি৷ এতে সাময়িক আরাম লাগে ঠিকই, কিন্তু এর ফলে কানের পাতলা পর্দা ছিঁড়ে গিয়ে বড় সমস্যায় পড়তে পারেন৷ শ্রূবণশক্তিও নষ্ট হতে পারে৷
আমরা অনেকেই কান চুলকোলে আঙুল ঢুকিয়ে জোরে খোঁচাতে থাকি৷ এতে সাময়িক আরাম লাগে ঠিকই, কিন্তু এর ফলে কানের পাতলা পর্দা ছিঁড়ে গিয়ে বড় সমস্যায় পড়তে পারেন৷ শ্রূবণশক্তিও নষ্ট হতে পারে৷
advertisement
3/8
মুখ ধোওয়া বা ক্রিম মাখার কাজে হাত ব্যবহার করলেও অন্য সময় অযথা মুখে হাত দেবেন না৷ হাতের জীবাণু মুখের ত্বকে লাগলে যেকোনও অসুখ তাড়াতাড়ি ছড়ায়৷ অসুস্থ হয়ে পড়বেন৷
মুখ ধোওয়া বা ক্রিম মাখার কাজে হাত ব্যবহার করলেও অন্য সময় অযথা মুখে হাত দেবেন না৷ হাতের জীবাণু মুখের ত্বকে লাগলে যেকোনও অসুখ তাড়াতাড়ি ছড়ায়৷ অসুস্থ হয়ে পড়বেন৷
advertisement
4/8
কখনও অযথা মলদ্বারে হাত দেবেন না৷  মলদ্বারে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে৷ হাতের মাধ্যমে যা দ্রুত ছড়িয়ে পড়বে৷ মলত্যাগের পর খুব ভাল করে হাত ধুয়ে নিন৷
কখনও অযথা মলদ্বারে হাত দেবেন না৷ মলদ্বারে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে৷ হাতের মাধ্যমে যা দ্রুত ছড়িয়ে পড়বে৷ মলত্যাগের পর খুব ভাল করে হাত ধুয়ে নিন৷
advertisement
5/8
চোখ কটকট করুক, জ্বালা করুক, চুলকোক যাই হোক না কেন কখনও চোখে হাত দিয়ে কচলাবেন না৷ এতে চোখে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে৷ যা থেকে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি৷
চোখ কটকট করুক, জ্বালা করুক, চুলকোক যাই হোক না কেন কখনও চোখে হাত দিয়ে কচলাবেন না৷ এতে চোখে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে৷ যা থেকে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি৷
advertisement
6/8
নখ খাওয়ার বা যখন তখন মুখের ভিতর হাত দেওয়া অভ্যাস? সমীক্ষা বলছে, যারা মুখে হাত দেন তারা বেশি পেটের সমস্যায় ভোগেন৷
নখ খাওয়ার বা যখন তখন মুখের ভিতর হাত দেওয়া অভ্যাস? সমীক্ষা বলছে, যারা মুখে হাত দেন তারা বেশি পেটের সমস্যায় ভোগেন৷
advertisement
7/8
নাক খোঁটা খুবই অস্বাস্থ্যকর অভ্যাস৷ এতে নাকের ব্যাকটেরিয়া যেমন হাতের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে, তেমনই আশপাশের মানুষজনও আপনাকে নোংরা ভাবেন৷
নাক খোঁটা খুবই অস্বাস্থ্যকর অভ্যাস৷ এতে নাকের ব্যাকটেরিয়া যেমন হাতের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়ে, তেমনই আশপাশের মানুষজনও আপনাকে নোংরা ভাবেন৷
advertisement
8/8
কখনও নখের নীচে আঙুল দিয়ে খোঁচাবেন না৷ এই অংশে প্রচুর ব্যাকটেরিয়া থাকে৷ যা সারা শরীরে ছড়িয়ে পড়বে৷ আবার এই অংশের মাংস, চামড়া খুব নরম হয়৷ জোরে খোঁচা লেগে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে৷
কখনও নখের নীচে আঙুল দিয়ে খোঁচাবেন না৷ এই অংশে প্রচুর ব্যাকটেরিয়া থাকে৷ যা সারা শরীরে ছড়িয়ে পড়বে৷ আবার এই অংশের মাংস, চামড়া খুব নরম হয়৷ জোরে খোঁচা লেগে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে৷
advertisement
advertisement
advertisement