ডিম-আটা-বাঁধাকপির পর খাওয়ার নুনে মিলছে প্লাস্টিক, সতর্ক করছেন গবেষকরা

Last Updated:
ডিম, আটা, বাঁধাকপি— সবেতেই পাওয়া গিয়েছে প্লাস্টিকের অস্তিত্ব। বাংলার বাজারেই পাওয়া গিয়েছে এমন প্লাস্টিকের খাদ্যবস্তুগুলি। বাদ গেল না নিত্যপ্রয়োজনীয় নুনও! নুনেও মিলছে প্লাস্টিক
1/5
ডিম, আটা, বাঁধাকপি— সবেতেই পাওয়া গিয়েছে প্লাস্টিকের অস্তিত্ব। বাংলার বাজারেই পাওয়া গিয়েছে এমন প্লাস্টিকের খাদ্যবস্তুগুলি। বাদ গেল না নিত্যপ্রয়োজনীয় নুনও! নুনেও মিলছে প্লাস্টিক
ডিম, আটা, বাঁধাকপি— সবেতেই পাওয়া গিয়েছে প্লাস্টিকের অস্তিত্ব। বাংলার বাজারেই পাওয়া গিয়েছে এমন প্লাস্টিকের খাদ্যবস্তুগুলি। বাদ গেল না নিত্যপ্রয়োজনীয় নুনও! নুনেও মিলছে প্লাস্টিক
advertisement
2/5
বেশ কিছু ব্র্যান্ডেড কোম্পানি, টেবল-সল্ট তৈরির সময় তাতে প্লাস্টিকের অংশ মেশায়। মাত্র ৫ মিলিমিটার ব্যাসার্ধের এই টুকরোগুলি তৈরি হয় শিল্প বর্জ্য থেকে, যা সমুদ্রের জলে পাওয়া যায়।
বেশ কিছু ব্র্যান্ডেড কোম্পানি, টেবল-সল্ট তৈরির সময় তাতে প্লাস্টিকের অংশ মেশায়। মাত্র ৫ মিলিমিটার ব্যাসার্ধের এই টুকরোগুলি তৈরি হয় শিল্প বর্জ্য থেকে, যা সমুদ্রের জলে পাওয়া যায়।
advertisement
3/5
গবেষকরা নুনের যে নমুনার উপর পরীক্ষা চালান, তাতে ৬২৬টি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে এবং তার মধ্যে ৬৩ শতাংশ প্লাস্টিকের টুকরো। বাকি ৩৭ শতাংশ প্লাস্টিকের ফাইবার।
গবেষকরা নুনের যে নমুনার উপর পরীক্ষা চালান, তাতে ৬২৬টি ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে এবং তার মধ্যে ৬৩ শতাংশ প্লাস্টিকের টুকরো। বাকি ৩৭ শতাংশ প্লাস্টিকের ফাইবার।
advertisement
4/5
গবেষকদের মতে, এক জন মানুষ প্রতি দিনে যা নুন খায় তাতে বছরে তার শরীরে আনুমানিক ০.১১৭ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে।
গবেষকদের মতে, এক জন মানুষ প্রতি দিনে যা নুন খায় তাতে বছরে তার শরীরে আনুমানিক ০.১১৭ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে।
advertisement
5/5
নুন থেকে এই প্লাস্টিক কণার প্রায় ৮৫ শতাংশই বাদ দেওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। নুন ব্যবহারের আগে ছেঁকে নিলে বাদ দেওয়া যায় প্লাস্টিক কণাগুলি।
নুন থেকে এই প্লাস্টিক কণার প্রায় ৮৫ শতাংশই বাদ দেওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। নুন ব্যবহারের আগে ছেঁকে নিলে বাদ দেওয়া যায় প্লাস্টিক কণাগুলি।
advertisement
advertisement
advertisement