মাইগ্রেনের সেরা ওষুধ যৌন মিলন ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ গবেষকদের

Last Updated:
1/5
যাঁদের মাইগ্রেন রয়েছে তাঁরাই একমাত্র জানেন কতটা ভয়ঙ্কর মাইগ্রেন! অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সেরকম কোনও চিকিৎসাও নেই! ব্যথার হাত থেকে মুক্তি পেতে গাদা গাদা পেনকিলারই ভরসা!  Photo Source: Collected
যাঁদের মাইগ্রেন রয়েছে তাঁরাই একমাত্র জানেন কতটা ভয়ঙ্কর মাইগ্রেন! অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সেরকম কোনও চিকিৎসাও নেই! ব্যথার হাত থেকে মুক্তি পেতে গাদা গাদা পেনকিলারই ভরসা! Photo Source: Collected
advertisement
2/5
কিন্তু এবার মাইগ্রেনের ব্যথা দূর করার নয়া রাস্তা আবিষ্কার করলেন গবেষকরা। জার্মানির মুন্টার বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের গবেষকরা জানালেন, ওষুধের প্রয়োজন নেই ! সেক্স-ই সারিয়ে তোলে মাইগ্রেন। Photo Source: Collected
কিন্তু এবার মাইগ্রেনের ব্যথা দূর করার নয়া রাস্তা আবিষ্কার করলেন গবেষকরা। জার্মানির মুন্টার বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের গবেষকরা জানালেন, ওষুধের প্রয়োজন নেই ! সেক্স-ই সারিয়ে তোলে মাইগ্রেন। Photo Source: Collected
advertisement
3/5
সেফালাজিয়া, দ্য জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটিতে প্রকাশিত এই রিপোর্টে বিজ্ঞানীদের দাবি, যৌন মিলন সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কে। এর হাত ধরেই সেরে ওঠে মাইগ্রেনের মতো অসুখ! Photo Source: Collected
সেফালাজিয়া, দ্য জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটিতে প্রকাশিত এই রিপোর্টে বিজ্ঞানীদের দাবি, যৌন মিলন সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কে। এর হাত ধরেই সেরে ওঠে মাইগ্রেনের মতো অসুখ! Photo Source: Collected
advertisement
4/5
প্রায় ৩৫০ জন মাইগ্রেন আক্রান্তের উপর এই পরীক্ষা চালান গবেষকরা। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পর এঁদের প্রায় ৬০ শতাংশেরই ব্যথা অনেকটা কমে গিয়েছে। ব্যথার দিনগুলোয় নিয়মিত যৌন মিলনে প্রতি পাঁচ জনের এক জন মাইগ্রেনের ব্যথার হাত থেকে মুক্তি পেয়েছেন !  Photo Source: Collected
প্রায় ৩৫০ জন মাইগ্রেন আক্রান্তের উপর এই পরীক্ষা চালান গবেষকরা। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পর এঁদের প্রায় ৬০ শতাংশেরই ব্যথা অনেকটা কমে গিয়েছে। ব্যথার দিনগুলোয় নিয়মিত যৌন মিলনে প্রতি পাঁচ জনের এক জন মাইগ্রেনের ব্যথার হাত থেকে মুক্তি পেয়েছেন ! Photo Source: Collected
advertisement
5/5
গবেষকদের মতে, সুস্থ ও স্বাভাবিক যৌন মিলনের সময় শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা এন্ডরফিন হরমোনের ক্ষরণ হয়। এই হরমোন মূলত ‘ফিল গুড’ ফ্যাক্টরকে অনেক্ষণ স্থায়ী করে এবং এটি যে কোনও কড়া বেদনানাশক ওষুধের চেয়ে বেশি ক্ষমতাবান। এর প্রভাবেই মাইগ্রেনের অসহ্য ব্যথাও সেরে ওঠে। Photo Source: Collected
গবেষকদের মতে, সুস্থ ও স্বাভাবিক যৌন মিলনের সময় শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা এন্ডরফিন হরমোনের ক্ষরণ হয়। এই হরমোন মূলত ‘ফিল গুড’ ফ্যাক্টরকে অনেক্ষণ স্থায়ী করে এবং এটি যে কোনও কড়া বেদনানাশক ওষুধের চেয়ে বেশি ক্ষমতাবান। এর প্রভাবেই মাইগ্রেনের অসহ্য ব্যথাও সেরে ওঠে। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement