advertisement
advertisement
সম্প্রতি এক মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থার গবেষণায় উঠে এল এমনই চমকপ্রদ তথ্য! লিভ ইন হোক বা বিবাহিত সম্পর্ক— সব ক্ষেত্রেই যৌন জীবনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বেডরুমেও স্মার্টফোনের উপস্থিতি। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা নয়তো ইউটিউব বা অ্যাপে সিনেমা, ওয়েব সিরিজ দেখা! সঙ্গীর দিকে মন দেওয়ার সময়ই নেই! ফলে ‘কোয়ালিটি টাইম’-এর ঝুলি শূন্য! Photo Source: collected
advertisement
গবেষকরা প্রায় ২ হাজার দম্পতির উপর সমীক্ষা চালিয়ে দেখেন, এই প্রজন্মর প্রায় তিন-চতুর্থাংশ নারী ও পুরুষ একান্ত নিজস্ব সময়ও রতিক্রীড়ার চেয়ে বেশি ব্যস্ত থাকেন মোবাইল ফোনে। শুধু তা-ই নয়, নারী-পুরুষ নির্বিশেষ অধিকাংশের দাবি, ঘুমোতে যাওয়ার আগে পার্টনারের মুখ নয়, মোবাইল দেখেই চোখ বোজেন তাঁরা। Photo Source: collected
advertisement