Yellow Fungus: ব্ল্যাক ও হোয়াইটের পরে এবার ইয়েলো ফাঙ্গাসের হদিশ, কেমন এই ছত্রাক? এর উপসর্গই বা কী

Last Updated:
এবার আতঙ্ক ছড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাস। এই ফাঙ্গাসটি নাকি ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকেও সাংঘাতিক।
1/6
করোনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্য়েই অতিমারী ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্য়েই খোঁজ মিলেছে হোয়াইট ফাঙ্গাসের। আর এবার আতঙ্ক ছড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাস। এই ফাঙ্গাসটি নাকি ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকেও সাংঘাতিক।
করোনার মধ্যেই নতুন আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্য়েই অতিমারী ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্য়েই খোঁজ মিলেছে হোয়াইট ফাঙ্গাসের। আর এবার আতঙ্ক ছড়াচ্ছে ইয়েলো ফাঙ্গাস। এই ফাঙ্গাসটি নাকি ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকেও সাংঘাতিক।
advertisement
2/6
ইতিমধ্যেই গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার জন। ব্ল্যাক ফাঙ্গাসের মতোই ইয়েলো ফাঙ্গাসেরও রয়েছে কিছু উপসর্গ। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত ক্লান্তি বোধ, ওজন কমে যাওয়া, খিদে চলে যাওয়া ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ। এছাড়াও কোনও আঘাত থেকে পূঁজ বেরোনো বা আঘাত ধীরে ধীরে শুকোনোও এই নতুন ফাঙ্গাস শরীরে বাসা বাঁধলে হতে পারে।
ইতিমধ্যেই গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার জন। ব্ল্যাক ফাঙ্গাসের মতোই ইয়েলো ফাঙ্গাসেরও রয়েছে কিছু উপসর্গ। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত ক্লান্তি বোধ, ওজন কমে যাওয়া, খিদে চলে যাওয়া ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ। এছাড়াও কোনও আঘাত থেকে পূঁজ বেরোনো বা আঘাত ধীরে ধীরে শুকোনোও এই নতুন ফাঙ্গাস শরীরে বাসা বাঁধলে হতে পারে।
advertisement
3/6
অথবা চোখের তলায় হঠাৎ করে কালি পড়ে যাওয়া বা ফুলে যাওয়াও এই ছত্রাকের উপসর্গ। পরিস্থিতি গুরুতর হলে শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতেও শুরু করে। অপুষ্টি ও নেক্রোসিসও দেখা যেতে পারে এই ছত্রাকের জেরে। এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ দরকার।
অথবা চোখের তলায় হঠাৎ করে কালি পড়ে যাওয়া বা ফুলে যাওয়াও এই ছত্রাকের উপসর্গ। পরিস্থিতি গুরুতর হলে শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতেও শুরু করে। অপুষ্টি ও নেক্রোসিসও দেখা যেতে পারে এই ছত্রাকের জেরে। এই ধরনের কোনও উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ দরকার।
advertisement
4/6
কিন্তু কেন এই ধরনের ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে মানুষ? চিকিৎসকরা বলছেন অতিরিক্ত ইমিউনিটি হলে এই ছত্রাক বাসা বাঁধতে পারে। এছাড়া বাসি খাবার খেলেও হতে পারে এই রোগ। তবে এর অন্যতম কারণ অপরিচ্ছন্নতা। তাই চিকিৎসকরা বাসি খাবার ঘরে না রাখতে বলছেন। মলমূত্র থেকেও ছড়াতে পারে,তাই শৌচালয় পরিচ্ছন্ন রাখতে বলছেন। ঘরের আর্দ্রতা যেন ৩০ থেকে ৪০ শতাংশের বেশি না হয়। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমে আর্দ্রতা বাড়লে এই ছত্রাক ছড়ায় দ্রুত।
কিন্তু কেন এই ধরনের ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে মানুষ? চিকিৎসকরা বলছেন অতিরিক্ত ইমিউনিটি হলে এই ছত্রাক বাসা বাঁধতে পারে। এছাড়া বাসি খাবার খেলেও হতে পারে এই রোগ। তবে এর অন্যতম কারণ অপরিচ্ছন্নতা। তাই চিকিৎসকরা বাসি খাবার ঘরে না রাখতে বলছেন। মলমূত্র থেকেও ছড়াতে পারে,তাই শৌচালয় পরিচ্ছন্ন রাখতে বলছেন। ঘরের আর্দ্রতা যেন ৩০ থেকে ৪০ শতাংশের বেশি না হয়। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমে আর্দ্রতা বাড়লে এই ছত্রাক ছড়ায় দ্রুত।
advertisement
5/6
এর চিকিৎসা কী? চিকিৎসকরা বলছেন যদি তাড়াতাড়ি ধরা পড়ে ইয়েলো ফাঙ্গাস তাহলে Amphotericin B ইনজেকশন দেওয়া যেতে পারে রোগীকে। এটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ।
এর চিকিৎসা কী? চিকিৎসকরা বলছেন যদি তাড়াতাড়ি ধরা পড়ে ইয়েলো ফাঙ্গাস তাহলে Amphotericin B ইনজেকশন দেওয়া যেতে পারে রোগীকে। এটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ।
advertisement
6/6
ইতিমধ্য়েই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক রোগীর শরীরে ধরা পড়েছে ইয়েলো ফাঙ্গাস। অন্যদিকে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থানে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী।
ইতিমধ্য়েই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক রোগীর শরীরে ধরা পড়েছে ইয়েলো ফাঙ্গাস। অন্যদিকে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থানে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী।
advertisement
advertisement
advertisement