এই কাজটা করুন, উধাও হবে ডবল চিন

Last Updated:
1/8
♦ ডবল চিনের সমস্যা নিয়ে জেরবার ? কোনও চিন্তা নেই ৷ ঘরোয়া পদ্ধতিতে এই কাজগুলো করলেই মিলবে সুফল ৷ উধাও হবে ডবল চিনের সমস্যা ৷
♦ ডবল চিনের সমস্যা নিয়ে জেরবার ? কোনও চিন্তা নেই ৷ ঘরোয়া পদ্ধতিতে এই কাজগুলো করলেই মিলবে সুফল ৷ উধাও হবে ডবল চিনের সমস্যা ৷
advertisement
2/8
♦ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অলিভ অয়েলে ৷ অলিভ অয়েল দিয়ে ত্বক মাসাজ করলে স্কিন টানটান করে ৷ কোলাজেনের উৎপাদন বৃদ্ধি পায়। তাই ভাল করে অলিভ অয়েল মাসাজ করে ১ ঘণ্টা অপেক্ষাা করুন ৷ তারপর ধুয়ে ফেলুন ৷ টানা বেশকিছুদিন এটি করলে উপকার পাবেন ৷
♦ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অলিভ অয়েলে ৷ অলিভ অয়েল দিয়ে ত্বক মাসাজ করলে স্কিন টানটান করে ৷ কোলাজেনের উৎপাদন বৃদ্ধি পায়। তাই ভাল করে অলিভ অয়েল মাসাজ করে ১ ঘণ্টা অপেক্ষাা করুন ৷ তারপর ধুয়ে ফেলুন ৷ টানা বেশকিছুদিন এটি করলে উপকার পাবেন ৷
advertisement
3/8
♦ গ্রিন টি-তে দেহের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ৷ গ্রিন টি-র সঙ্গে এক চামচ মধি মিশিয়ে খেলে আরও বেসই উপকার পাওয়া যাবে ৷ রোজ গ্রিন টি খেলে ডবল চিনের সমস্যা কমবে ৷
♦ গ্রিন টি-তে দেহের মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ৷ গ্রিন টি-র সঙ্গে এক চামচ মধি মিশিয়ে খেলে আরও বেসই উপকার পাওয়া যাবে ৷ রোজ গ্রিন টি খেলে ডবল চিনের সমস্যা কমবে ৷
advertisement
4/8
♦ মুখ ও থুতনিতে ভিটামিন ই ভাল করে মাসাজ করুন ৷ ত্বক টানটান হবে ৷ কমবে ডবল চিনও ৷
♦ মুখ ও থুতনিতে ভিটামিন ই ভাল করে মাসাজ করুন ৷ ত্বক টানটান হবে ৷ কমবে ডবল চিনও ৷
advertisement
5/8
♦ ১ চামচ গ্লিসারিনের সঙ্গে ১ চামচ সন্ধক লবন মিশিয়ে একটা তুলোর সাহায্যে ডবল চিনের উপরে লাগাতে হবে। তারপর ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফলতে হবে সারা মুখটা। এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন এই ধরনের সমস্যা কমতে সময় লাগবে না।
♦ ১ চামচ গ্লিসারিনের সঙ্গে ১ চামচ সন্ধক লবন মিশিয়ে একটা তুলোর সাহায্যে ডবল চিনের উপরে লাগাতে হবে। তারপর ২০ মিনিট অপেক্ষা করে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফলতে হবে সারা মুখটা। এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন এই ধরনের সমস্যা কমতে সময় লাগবে না।
advertisement
6/8
♦ কোকো বাটার মুখে মাসাজ করলে ডবল চিন মিলিয়ে যাবে কয়েক সপ্তাহেই ৷
♦ কোকো বাটার মুখে মাসাজ করলে ডবল চিন মিলিয়ে যাবে কয়েক সপ্তাহেই ৷
advertisement
7/8
♦ ডিমের কুসুমে তাকে স্কিন টাইটনিং প্রপার্টিজ ৷ এক্ষেত্রে ১ টা ডিমের কুসুমের সঙ্গে ১ চামচ দুধ, ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটি থুতনি এবং গলায় লাগিয়ে কম করে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলতে হবে মুখটা। এই কাজ প্রতিদিন করলেই ফল পাওয়া যাবে ৷
♦ ডিমের কুসুমে তাকে স্কিন টাইটনিং প্রপার্টিজ ৷ এক্ষেত্রে ১ টা ডিমের কুসুমের সঙ্গে ১ চামচ দুধ, ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটি থুতনি এবং গলায় লাগিয়ে কম করে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলতে হবে মুখটা। এই কাজ প্রতিদিন করলেই ফল পাওয়া যাবে ৷
advertisement
8/8
♦ নিয়মিত চুইংগাম খাওয়া শুরু করলে মুখের পেশীর কর্মক্ষমতা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ত্বক টানটান হয়ে ওঠে। আর একবার ত্বকের ইলাস্ট্রিসিটির উন্নতি ঘটলে ডবল চিন অদৃশ্য হয়ে যেতে সময় লাগে না।
♦ নিয়মিত চুইংগাম খাওয়া শুরু করলে মুখের পেশীর কর্মক্ষমতা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ত্বক টানটান হয়ে ওঠে। আর একবার ত্বকের ইলাস্ট্রিসিটির উন্নতি ঘটলে ডবল চিন অদৃশ্য হয়ে যেতে সময় লাগে না।
advertisement
advertisement
advertisement