দ্রুত ছড়াচ্ছে মারণ করোনা ভাইরাস৷ বিশ্বে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে৷ ভারতেও করোনা আক্রান্ত বেড়ে ২৮ গিয়েছে৷ চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে এই ভাইরাস এখন বিশ্বে ত্রাস৷ করোনা ভাইরাসের চিকিত্সার পরিভাষায় বলা হয় COVID-19৷ করোনা ভাইরাস থেকে সন্তানকে রক্ষার জন্য সতর্কতা ও পরামর্শ দিল রাষ্ট্রসঙ্ঘের শাখা UNICEF৷
UNICEF প্রথমেই জানাচ্ছে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে৷ সবচেয়ে ভালো হয়, অ্যালকোহল বেসড হ্যান্ডওয়াশ দিয়ে হাত ঘষে নিলে৷ নাক ও মুখ ঢেকে রাখতে N95 মাস্ক ব্যবহার করুন৷ কারও যদি ফ্লু-এর লক্ষণ দেখেন, সেই ব্যক্তি থেকে সন্তানকে দূরে রাখুন৷ জ্বর, সর্দি, কাশি বা শ্বাসের সমস্যা হলে অবিলম্বে ডাক্তার দেখান৷