Home » Photo » life-style » ঘরোয়া টোটকায় মোকাবিলা করুন টনসিল-এর

ঘরোয়া টোটকায় মোকাবিলা করুন টনসিল-এর

বষর্কাল মানেই শুধু রোম্যান্স, হাত ধরে ময়দানে হাঁটা, জানলার ধারে বসে রাসকিন বন্ড পড়া নয়! বষর্কাল মানেই আপনার সঙ্গী বৃষ্টি ভিজে ঠান্ডা লাগা, অফিসে ভিজে জামায় এসি-র মধ্যে বসে সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর-জ্বালা! আর গোদের উপর বিষফোঁড়ার মতো চাগাড় দেয় টনসিলাইটিস-এর সমস্যা!