বাড়ির দোসা দোকানের মতো মুচমুচে হয় না? শিখে নিন কীভাবে বানাবেন পেপার দোসা
Last Updated:
শিখে নিন কীভাবে বাড়িতে বানানো দোসাই হবে দোকানের মতো মুচমুচে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার কাজ ভাল ভাবে মেশানো৷ দুটো বাটা একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে বেকিং সোডা ও নুন দিন৷ এই মিশ্রণ অন্তত ১২ ঘণ্টা রেখে দিন যাতে ভাল ভাবে ফুলে ফেঁপে ওঠে৷ তবে ভাজার সময় কিন্তু মিশ্রণ একদম পাতলা হতে হবে৷ তাই ভাজার আগে পরিমাণ মতো জল মিশিয়ে পাতলা করে নিন মিশ্রণ৷ পকোড়ার ব্যাটারের থেকেও পাতলা হবে এই ব্যাটার৷
advertisement
advertisement
তাওয়ার একদম মাঝখানে এক হাতা মিশ্রণ দিন৷ মিশ্রণ ক্লকওয়াইজ পুরো তাওয়ায় ছড়িয়ে দিন৷ আঁচ বাড়িয়ে মাঝারি কররুন৷ দোসার ধার বরাবর তেল ছড়িয়ে দিন৷ একদম মাঝখানে সামান্য তেল দিন৷ নাহলে মাঝখানে কাঁচা থেকে যাবে৷ দোসা একদম তলা থেকে ভালভাবে হয়ে গেলে উল্টে দিয়ে অন্যপিঠে সামান্য তেল লাগিয়ে ভেজে নিন৷ তৈরি হয়ে যাবে দোকানের মতো মুচমুচে দোসা৷