আমরা সবাই জানি সিগারেট শরীরের ক্ষেত্রে ক্ষতিকর। কিন্তু আমরা অনেকেই জানি না হুক্কার নেশা সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর। অনেকেই আছেন, যাঁরা হুক্কার নেশা করেন। বাড়িতে বা যে কোনও হুক্কা বারে গিয়ে ঘন্টার পর ঘন্টার হুক্কার নেশায় ধুত হয়ে থাকেন। কিন্তু তাঁরা নিজের অজান্তেই ডেকে আনছেন অনেক কত বড় ক্ষতি। হুক্কার ধোঁয়া সিগারেটের ধোঁয়ার চেয়ে অনেক বেশি ঘন হয়। যা অতি সহজে ফুসফুসের উপর মোটা পরত ফেলে দেয়। এবং ধীরে ধীরে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেয়।