Hilsa: শুধু স্বাদে নয়-গুণেও সেরা, হার্ট থেকে ফুসফুস- ইলিশ মাছের অসীম উপকারিতা জানুন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Hilsa: ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ থাকে একেবারেই কম। অন্য দিকে এই মাছে থাকে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড।
advertisement
advertisement
advertisement
বহু গবেষণায় প্রমাণিত, সামুদ্রিক মাছ ফুসফুসের জন্য উপকারী। একইসঙ্গে শিশুদের ক্ষেত্রে হাঁপানিও রোধ করতে দারুণ কাজে দেয় ইলিশ মাছ। যাঁরা নিয়মিত ইলিশ মাছ খান, তাঁদের ফুসফুসের কার্যকারিতাও বেশি হয়। এছাড়াও ইলিশ মাছে থাকা আয়োডিন, সেলেনিয়াম, জিংকের মতো খনিজ যেমন মেলে, তেমনি সেলেনিয়াম উৎসেচক ক্ষরণে সাহায্য করে ক্যানসার মোকাবিলাতেও কার্যকরী হয়।
advertisement