Lifestyle: সিগারেট খেলে হুহু করে কমে শুক্রাণুর সংখ্যা! বিবাহিত জীবনে নেমে আসে বিপদ, দেখুন বিশেষজ্ঞ কী বলছে..

Last Updated:
ডাঃ গুপ্তার বক্তব্য, কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করতে থাকেন, তাহলে তাঁর শুক্রাণুর সংখ্যা কমে যায়৷ পরিসংখ্যান বলছে, ধূমপানে আসক্ত পুরুষদের ৮৫ শতাংশের মধ্যেই পুরুষত্বহীনতার সম্ভাবনা লুকিয়ে থাকে৷ কিন্তু কেন?
1/8
আমাদের জীবনে যত ব্যস্ততা, স্ট্রেস বাড়ছে, ততই মানুষের মধ্যে আরও ধূমপানের আসক্তি বাড়ছে৷ অতিরিক্ত ধূমপানের ফলে ফুসফুসের সমস্যা, লাঙ ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপের মতো সমস্যা বাড়ছে৷ তবে, জানেন কি ধূমপান পুরুষের যৌন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে!
আমাদের জীবনে যত ব্যস্ততা, স্ট্রেস বাড়ছে, ততই মানুষের মধ্যে আরও ধূমপানের আসক্তি বাড়ছে৷ অতিরিক্ত ধূমপানের ফলে ফুসফুসের সমস্যা, লাঙ ক্যানসার, সিওপিডি, উচ্চ রক্তচাপের মতো সমস্যা বাড়ছে৷ তবে, জানেন কি ধূমপান পুরুষের যৌন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে!
advertisement
2/8
ঝাঁসি জেলা হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ডি এস গুপ্তা জানাচ্ছেন, সিগারেট হয়ত আমাদের সাময়িক ভাবে যে কোনও স্ট্রেস থেকে মুক্তি দেয়৷ আমরা মিনিট কয়েকের জন্য একটু ফুরফুরে অনুভব করি৷ কিন্তু, মুহূর্তের এই স্বস্তি ডেকে আনে বড় ধরনের সমস্যা৷
ঝাঁসি জেলা হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ডি এস গুপ্তা জানাচ্ছেন, সিগারেট হয়ত আমাদের সাময়িক ভাবে যে কোনও স্ট্রেস থেকে মুক্তি দেয়৷ আমরা মিনিট কয়েকের জন্য একটু ফুরফুরে অনুভব করি৷ কিন্তু, মুহূর্তের এই স্বস্তি ডেকে আনে বড় ধরনের সমস্যা৷
advertisement
3/8
ডাঃ গুপ্তার বক্তব্য, কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করতে থাকেন, তাহলে তাঁর শুক্রাণুর সংখ্যা কমে যায়৷ পরিসংখ্যান বলছে, ধূমপানে আসক্ত পুরুষদের ৮৫ শতাংশের মধ্যেই পুরুষত্বহীনতার সম্ভাবনা লুকিয়ে থাকে৷ কিন্তু কেন?
ডাঃ গুপ্তার বক্তব্য, কোনও ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ধূমপান করতে থাকেন, তাহলে তাঁর শুক্রাণুর সংখ্যা কমে যায়৷ পরিসংখ্যান বলছে, ধূমপানে আসক্ত পুরুষদের ৮৫ শতাংশের মধ্যেই পুরুষত্বহীনতার সম্ভাবনা লুকিয়ে থাকে৷ কিন্তু কেন?
advertisement
4/8
২০১৬ সালে European Urology-তে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত ধূমপানের ফলে পুরুষদের বীর্যের ঘনত্ব ২৩ শতাংশ কমে যায়৷ শুক্রাণুর গড় আয়ুও কমে৷ পাশাপাশি, ক্রমাগত কমতে থাকে সুস্থ, সক্রিয় শুক্রাণুর সংখ্যা৷ ইউরোপ জুড়ে প্রায় ৫ হাজার পুরুষের উপরে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, শুক্রাণুর স্বাস্থ্য, শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গঠনেও ধূমপানের খারাপ প্রভাব পড়ে৷
২০১৬ সালে European Urology-তে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে, নিয়মিত ধূমপানের ফলে পুরুষদের বীর্যের ঘনত্ব ২৩ শতাংশ কমে যায়৷ শুক্রাণুর গড় আয়ুও কমে৷ পাশাপাশি, ক্রমাগত কমতে থাকে সুস্থ, সক্রিয় শুক্রাণুর সংখ্যা৷ ইউরোপ জুড়ে প্রায় ৫ হাজার পুরুষের উপরে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, শুক্রাণুর স্বাস্থ্য, শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গঠনেও ধূমপানের খারাপ প্রভাব পড়ে৷
advertisement
5/8
সক্রিয় শুক্রাণুই দ্রুত নিষিক্ত করতে পারে ডিম্বাণু৷ ওই গবেষণাপত্র বলছে, অতিরিক্ত ধূমপানের ফলে শুক্রাণুর সক্রিয়তাও ১৩ শতাংশ কমে যায়৷ পাশাপাশি, কোনও ব্যক্তি যদি ধূমপান ছেড়ে দেন, তাহলে মাস তিনেকের মধ্যেই তাঁর শুক্রাণু স্বাস্থ্য ও কর্মক্ষমতা ফিরে আসতে থাকে৷ এটিও প্রমাণিত হয়েছে একটি গবেষণায়৷
সক্রিয় শুক্রাণুই দ্রুত নিষিক্ত করতে পারে ডিম্বাণু৷ ওই গবেষণাপত্র বলছে, অতিরিক্ত ধূমপানের ফলে শুক্রাণুর সক্রিয়তাও ১৩ শতাংশ কমে যায়৷ পাশাপাশি, কোনও ব্যক্তি যদি ধূমপান ছেড়ে দেন, তাহলে মাস তিনেকের মধ্যেই তাঁর শুক্রাণু স্বাস্থ্য ও কর্মক্ষমতা ফিরে আসতে থাকে৷ এটিও প্রমাণিত হয়েছে একটি গবেষণায়৷
advertisement
6/8
এছাড়া, অতিরিক্ত ধূমপানের জেরে আমাদের শরীরে যে ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণ বাড়ে, তার ফলে শুক্রাণুর মধ্যে থাকা ডিএনএ-ও ছিন্নভিন্ন করে দেয়৷
এছাড়া, অতিরিক্ত ধূমপানের জেরে আমাদের শরীরে যে ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণ বাড়ে, তার ফলে শুক্রাণুর মধ্যে থাকা ডিএনএ-ও ছিন্নভিন্ন করে দেয়৷
advertisement
7/8
শুধুমাত্র পুরুষেরই নয়, অতিরিক্ত ধূমপান নারীর সন্তানধারণের ক্ষমতাকেও প্রভাবিত করে৷ যে সমস্ত মহিলা সিগারেট খান, তাঁদের গর্ভধারণে সমস্যা হয় বলে দেখা গিয়েছে।
শুধুমাত্র পুরুষেরই নয়, অতিরিক্ত ধূমপান নারীর সন্তানধারণের ক্ষমতাকেও প্রভাবিত করে৷ যে সমস্ত মহিলা সিগারেট খান, তাঁদের গর্ভধারণে সমস্যা হয় বলে দেখা গিয়েছে।
advertisement
8/8
এর পাশাপাশি ধূমপানের ফলে মানুষের হৃদরোগ, পেটের আলসার ও রক্তের সমস্যাও দেখা দেয়।
এর পাশাপাশি ধূমপানের ফলে মানুষের হৃদরোগ, পেটের আলসার ও রক্তের সমস্যাও দেখা দেয়।
advertisement
advertisement
advertisement