Health Benefits of Cardamom: মুখশুদ্ধি থেকে ফুসফুসের সংক্রমণ, মশলার রাজা এলাচ কিন্তু অল-রাউন্ডার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
হরেক রান্নায় এই এলাচের গন্ধ এনে দেয় অন্য মাত্রা (Health Benefits of Cardamom)।
বাঙালির রান্নাঘরে এলাচ থাকা বাধ্যতামূলক। হরেক রান্নায় এই এলাচের গন্ধ এনে দেয় অন্য মাত্রা (Health Benefits of Cardamom)। মাংস থেকে মিষ্টি নানা রান্নায় এলাচের ব্যবহার রয়েছে। আবার পান থেকে মুখশুদ্ধি তাতেও এলাচের গুণ। শুধু খাবারের স্বাদই নয়, শরীরের নানা রোগেও দারুণ উপকারী এলাচ (Health Benefits of Cardamom)। জানুন ও সতর্ক হোন। (Health Benefits of Cardamom)
advertisement
প্রতি ১০০ গ্রাম এলাচ- ৩০০ কিলো ক্যালরি। কার্বোহাইড্রেট- ৬৮ গ্রাম। প্রোটিন- ১১ গ্রাম, ডায়েটারি ফাইবার- ২৮ গ্রাম, প্রয়োজনীয় খনিজ- নিয়াসিন, পাইরিডক্সিন, রাইবোফ্লোভিন, থিয়ামাইন, ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক সেই সঙ্গেই এলাচ সম্পূর্ণ কোলেস্টেরল মুক্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement