Health: এই গাছের সংস্পর্শে আসলেই জটিল রোগে আক্রান্ত হবেন আপনি! ভয় ধরাচ্ছে! চিনে নিন গাছ

Last Updated:
Health: আপনার বাড়ির পাশেই থাকতে পারে এই গাছ! যা অজান্তেই করছে ক্ষতি! জানুন কি করবেন!
1/5
বাড়ির আশে পাশে বিশেষ করে কৃষি জমির পাশে এই গাছ দেখতে পাওয়া যায়। জঙ্গলের মধ্যে বেশি থাকে। বা জলা জায়গাতেও হয়। সাদা ছোট ছোট ফুল দেখতে কিন্তু দারুণ। তবে জানেন কি এই গাছের সংস্পর্শে আসলে মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি। photo source collected
বাড়ির আশে পাশে বিশেষ করে কৃষি জমির পাশে এই গাছ দেখতে পাওয়া যায়। জঙ্গলের মধ্যে বেশি থাকে। বা জলা জায়গাতেও হয়। সাদা ছোট ছোট ফুল দেখতে কিন্তু দারুণ। তবে জানেন কি এই গাছের সংস্পর্শে আসলে মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি। photo source collected
advertisement
2/5
গাছটির নাম পার্থেনিয়াম। চিকিৎসক ও পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম গাছ খুবই বিষাক্ত। বিশেষ করে যখন ফুল ফোটে তখন পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এমনকি কৃষিজমিতে যদি পার্থেনিয়াম গাছ বেড়ে ওঠে তবে সেই জমিতে ফসলের গুণগতমান ও পরিমাণ কমতে থাকে।  photo source collected
গাছটির নাম পার্থেনিয়াম। চিকিৎসক ও পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম গাছ খুবই বিষাক্ত। বিশেষ করে যখন ফুল ফোটে তখন পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এমনকি কৃষিজমিতে যদি পার্থেনিয়াম গাছ বেড়ে ওঠে তবে সেই জমিতে ফসলের গুণগতমান ও পরিমাণ কমতে থাকে। photo source collected
advertisement
3/5
চিকিৎসকরা জানিয়েছেন, পার্থেনিয়াম মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ফুলের রেনু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে। যা থেকে জন্ম নিতে পারে শ্বাসকষ্ট, চর্মরোগ ,এলার্জি , হাঁপানির মতো রোগ। photo source collected
চিকিৎসকরা জানিয়েছেন, পার্থেনিয়াম মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ফুলের রেনু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে। যা থেকে জন্ম নিতে পারে শ্বাসকষ্ট, চর্মরোগ ,এলার্জি , হাঁপানির মতো রোগ। photo source collected
advertisement
4/5
তবে মানুষের ধারণা থাকে না পার্থেনিয়াম গাছ কতটা ক্ষতি করতে পারে শরীরের। তাই না বুঝেই অনেকে এই গাছে হাত দেন বা ফুল ছিঁড়ে নেন। যা ভয়ানক হতে পারে।   photo source collected
তবে মানুষের ধারণা থাকে না পার্থেনিয়াম গাছ কতটা ক্ষতি করতে পারে শরীরের। তাই না বুঝেই অনেকে এই গাছে হাত দেন বা ফুল ছিঁড়ে নেন। যা ভয়ানক হতে পারে। photo source collected
advertisement
5/5
এই গাছ শুধু মানুষের জন্যই নয়, গৃহপালিত প্রাণীদের পেটে একবার পৌঁছালে জ্বর ও বদহজম এর মতো সমস্যা দেখা দিতে পারে ।  তাই পার্থেনিয়াম দেখলেই অবিলম্বে গাছকে উপড়ে ফেলে তা পুড়িয়ে দিতে হবে। photo source collected
এই গাছ শুধু মানুষের জন্যই নয়, গৃহপালিত প্রাণীদের পেটে একবার পৌঁছালে জ্বর ও বদহজম এর মতো সমস্যা দেখা দিতে পারে । তাই পার্থেনিয়াম দেখলেই অবিলম্বে গাছকে উপড়ে ফেলে তা পুড়িয়ে দিতে হবে। photo source collected
advertisement
advertisement
advertisement