গাছটির নাম পার্থেনিয়াম। চিকিৎসক ও পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম গাছ খুবই বিষাক্ত। বিশেষ করে যখন ফুল ফোটে তখন পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এমনকি কৃষিজমিতে যদি পার্থেনিয়াম গাছ বেড়ে ওঠে তবে সেই জমিতে ফসলের গুণগতমান ও পরিমাণ কমতে থাকে। photo source collected