• বর্তমানের অত্যাধিক দ্রুত লাইফস্টাইলে স্বামী-স্ত্রীর পারস্পরিক দাম্পত্য জীবন প্রভাবিত হয় প্রবলভাবে । কিন্তু এই লকডাউনে সকলেই গৃহবন্দি । তাই এখন দম্পতিরা নিজেদের মত করে সময় কাটাতে পারছেন । অনেকেই এই সময় সন্তানের পরিকল্পনাও করছেন । কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন, এই সময় সন্তানের পরিকল্পনা না করাই শ্রেয় ।