জিভের রং দেখে বুঝে নিন, শরীরে কোন কোন রোগ বাস বেঁধেছে--

Last Updated:
1/8
আপনি সুস্থ না অজান্তেই শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে? বুঝে যান জিভের রঙ দেখে! জিভের স্বাভাবিক রং হালকা গোলাাপি। চিকিৎসকেরা বলেন, জিভের রংয়ের তারতম্যে ধরা যায় শরীর সুস্থ নাকি অসুস্থ! Photo Source: Collected
আপনি সুস্থ না অজান্তেই শরীরে কোনও রোগ বাসা বেঁধেছে? বুঝে যান জিভের রঙ দেখে! জিভের স্বাভাবিক রং হালকা গোলাাপি। চিকিৎসকেরা বলেন, জিভের রংয়ের তারতম্যে ধরা যায় শরীর সুস্থ নাকি অসুস্থ! Photo Source: Collected
advertisement
2/8
সাদা: জিভের রং যদি সাদা মানে, আপনার ডিহাইড্রেশন হয়েছে। তবে জিভের  উপরে যদি মোটা সাদা আস্তরণ পরে, তা ‘লিউকোপ্লাকিয়া’র লক্ষণ, যার কারণ ধূমপান। Photo Source: Collected
সাদা: জিভের রং যদি সাদা মানে, আপনার ডিহাইড্রেশন হয়েছে। তবে জিভের উপরে যদি মোটা সাদা আস্তরণ পরে, তা ‘লিউকোপ্লাকিয়া’র লক্ষণ, যার কারণ ধূমপান। Photo Source: Collected
advertisement
3/8
ফ্যাকাসে: পুষ্টিহীনতায় ভুগলে জিভের রং ফ্যাকাসে হয়ে যায়। Photo Source: Collected
ফ্যাকাসে: পুষ্টিহীনতায় ভুগলে জিভের রং ফ্যাকাসে হয়ে যায়। Photo Source: Collected
advertisement
4/8
হলুদ: হজমে কিংবা যকৃত বা পাকস্থলিতে সমস্যা দেখা দিলে জিভের উপর হলুদ রংয়ের আস্তরণ পড়ে। অনেকসময়ে, নির্দিষ্ট কিছু ওষুধ সেবন কিংবা মুখগহ্বরে পরিচ্ছন্নতার অভাবেও জিভে হলুদ আস্তরণ পড়তে পারে। Photo Source: Collected
হলুদ: হজমে কিংবা যকৃত বা পাকস্থলিতে সমস্যা দেখা দিলে জিভের উপর হলুদ রংয়ের আস্তরণ পড়ে। অনেকসময়ে, নির্দিষ্ট কিছু ওষুধ সেবন কিংবা মুখগহ্বরে পরিচ্ছন্নতার অভাবেও জিভে হলুদ আস্তরণ পড়তে পারে। Photo Source: Collected
advertisement
5/8
বাদামি: প্রচুর কফি খেলে বা অতিরিক্ত ধূমপানের কারণে জিভের রং বাদামি হয়ে যায়। Photo Source: Collected
বাদামি: প্রচুর কফি খেলে বা অতিরিক্ত ধূমপানের কারণে জিভের রং বাদামি হয়ে যায়। Photo Source: Collected
advertisement
6/8
কালো: যাঁরা অতিরিক্ত ধুমপান করেন, তাঁদের জিভে ব্যাকটিরিয়া জমে কালো হয়ে যেতে পারে, এমনকি জিভে চুলও গজাতে পারে। Photo Source: Collected
কালো: যাঁরা অতিরিক্ত ধুমপান করেন, তাঁদের জিভে ব্যাকটিরিয়া জমে কালো হয়ে যেতে পারে, এমনকি জিভে চুলও গজাতে পারে। Photo Source: Collected
advertisement
7/8
লাল: ‘ফলিক অ্যাসিড’ কিংবা ‘ভিটামিন বি ১২'-এর অভাবে জিভ লাল হয়ে যায়। কাছ থেকে দেখলে জিভে মানচিত্রের আদলে লাল দাগ দেখা যায়, একে বলে ‘জিওগ্রাফিক টাং’। Photo Source: Collected
লাল: ‘ফলিক অ্যাসিড’ কিংবা ‘ভিটামিন বি ১২'-এর অভাবে জিভ লাল হয়ে যায়। কাছ থেকে দেখলে জিভে মানচিত্রের আদলে লাল দাগ দেখা যায়, একে বলে ‘জিওগ্রাফিক টাং’। Photo Source: Collected
advertisement
8/8
নীল: হৃদযন্ত্রের সমস্যায় জিভের রং নীল কিংবা বেগুনি হয়ে যায়। অর্থাৎ, আপনার হৃদযন্ত্র পর্যাপ্ত রক্ত সরবরাহ করছে না অথবা রক্তে অক্সিজেনে অভাব দেখা দিয়েছে।  Photo Source: Collected
নীল: হৃদযন্ত্রের সমস্যায় জিভের রং নীল কিংবা বেগুনি হয়ে যায়। অর্থাৎ, আপনার হৃদযন্ত্র পর্যাপ্ত রক্ত সরবরাহ করছে না অথবা রক্তে অক্সিজেনে অভাব দেখা দিয়েছে। Photo Source: Collected
advertisement
advertisement
advertisement