Cashew Side Effects: বিরাট ক্ষতি করে দেয় কাজু! ‘এই’ রোগীরা ভুলেও ছোঁবেন না! চুপিসারেই বাড়িয়ে দেবে রোগ...
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
কিন্তু, আমরা কি জানি, আমাদের এই অত্যন্ত প্রিয় কাজুবাদামও ‘বিষ’ হয়ে উঠতে পারে কিছু কিছু রোগীর জন্য! জানুন, কোন কোন রোগের ক্ষেত্রে একেবারেই খাওয়া যায় না কাজু৷
কাজুবাদাম পছন্দ করেন না এমন মানুষ বোধহয় আতস কাচ নিয়ে খুঁজতে হয়৷ শুধু মুখে হোক, কি কেক কিংবা পায়েসে, কাজুর ছোঁয়ায় সব ডেসার্টই যেন হয়ে ওঠে অমৃত৷ কিন্তু, আমরা কি জানি, আমাদের এই অত্যন্ত প্রিয় কাজুবাদামও ‘বিষ’ হয়ে উঠতে পারে কিছু কিছু রোগীর জন্য! জানুন, কোন কোন রোগের ক্ষেত্রে একেবারেই খাওয়া যায় না কাজু৷
advertisement
advertisement
advertisement
উত্তরাখণ্ডের চামোলি জেলার গাউচার হাসপাতালের চিকিৎসক ডাঃ রজত জানাচ্ছেন, এতে কোনও সন্দেহ নেই যে কাজুতে প্রচুর পুষ্টি রয়েছে। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, চুল, হাড় মজবুত রাখে৷ ত্বকের বলিরেখা থেকে মুক্তি দেয়। কিন্তু যদি কাজু অতিরিক্ত পরিমাণে খেলে স্থূলতা অর্থাৎ ওজন বেড়ে যাওয়া, অ্যালার্জি এবং মাথাব্যথার কারণ হতে পারে।
advertisement
advertisement
advertisement
(Disclaimer: ওষুধ, স্বাস্থ্য সম্পর্কিত প্রতিকার, যোগব্যায়াম, ধর্ম, জ্যোতিষশাস্ত্র, বাস্তু, ফেং শুই ইত্যাদি বিষয়ে নিবন্ধ বা ভিডিও সংবাদ শুধুমাত্র পাঠক/দর্শকদের তথ্যের জন্য। এগুলি সম্পর্কিত কোনও পরীক্ষা-নিরীক্ষার আগে বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পাঠক/দর্শকদের তথ্য প্রদান করা। এ ছাড়া এর কোনও ব্যবহারের দায়ভার ব্যবহারকারীর নিজেই থাকবে। নিউজ18 এই তথ্য নিশ্চিত করে না)