Health Care: শুধু ডায়াবেটিস নয়! সুগার গাছের পাতা খেলে বহু রোগে মুক্তি! জানুন চিকিৎসকের মত

Last Updated:
Health Care: চিনে এন্টি ভাইরাস হিসেবেও এটির ব্যবহার আছে। সুগার গাছের এত গুণ জানলে অবাক হবেন!
1/6
সুগার গাছ বা ইনসুলিন ট্রি নামে পরিচিত এই গাছ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে গায়নূরা পাতা খাওয়া যেতে পারে। ইনসুলিন ব্যবহারকারীরা দুটি করে পাতা খেলে উপকার পাওয়া যায়।
সুগার গাছ বা ইনসুলিন ট্রি নামে পরিচিত এই গাছ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে গায়নূরা পাতা খাওয়া যেতে পারে। ইনসুলিন ব্যবহারকারীরা দুটি করে পাতা খেলে উপকার পাওয়া যায়।
advertisement
2/6
 চিনে এন্টি ভাইরাস হিসেবেও এটির ব্যবহার আছে। হোমিওপ্যাথিক চিকিৎসক রুনা পারভীন জানান, যাদের ডায়াবেটিস, প্রেসার এবং কোলেস্টেরল আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে ২টি গায়নূরা পাতা সেবন করলে এসব রোগ থেকে বাঁচা যাবে।
চিনে এন্টি ভাইরাস হিসেবেও এটির ব্যবহার আছে। হোমিওপ্যাথিক চিকিৎসক রুনা পারভীন জানান, যাদের ডায়াবেটিস, প্রেসার এবং কোলেস্টেরল আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে ২টি গায়নূরা পাতা সেবন করলে এসব রোগ থেকে বাঁচা যাবে।
advertisement
3/6
যারা ইনসুলিন ব্যবহার করেন এবং গ্যাস্ট্রিকে আক্রান্ত তাদেরকে সকালে খালি পেটে ২টি পাতা ও রাতে শোবার আগে ২টি পাতা সেবন করতে হবে।
যারা ইনসুলিন ব্যবহার করেন এবং গ্যাস্ট্রিকে আক্রান্ত তাদেরকে সকালে খালি পেটে ২টি পাতা ও রাতে শোবার আগে ২টি পাতা সেবন করতে হবে।
advertisement
4/6
অ্যালার্জি, কাশি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার ক্ষেত্রেও ব্যাপক কার্যকরী গায়নূরা গাছের পাতা। এই গাছের পাতায় ট্রাইটারপেনয়েড সাপোনিন, ফ্ল্যাভোনল এবং গুয়ারমারিন থাকে।
অ্যালার্জি, কাশি এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার ক্ষেত্রেও ব্যাপক কার্যকরী গায়নূরা গাছের পাতা। এই গাছের পাতায় ট্রাইটারপেনয়েড সাপোনিন, ফ্ল্যাভোনল এবং গুয়ারমারিন থাকে।
advertisement
5/6
এই সবুজ পাতায় রয়েছে প্রয়োজনীয় সব অ্যান্টিঅক্সিডেন্ট, যা থেকে ফাইবার এবং ফাইটোকেমিক্যাল পাওয়া যায়। এ ছাড়া এটি আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, পটাসিয়াম এবং ফসফরাসেরও ভালো উৎস। এটি ভিটামিন সি, ই এবং কে এর ভাণ্ডার।
এই সবুজ পাতায় রয়েছে প্রয়োজনীয় সব অ্যান্টিঅক্সিডেন্ট, যা থেকে ফাইবার এবং ফাইটোকেমিক্যাল পাওয়া যায়। এ ছাড়া এটি আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, পটাসিয়াম এবং ফসফরাসেরও ভালো উৎস। এটি ভিটামিন সি, ই এবং কে এর ভাণ্ডার।
advertisement
6/6
শুধু ডায়াবেটিস'ই নয়, সুগার গাছের পাতা সেবন করলে কোলেস্টেরল, প্রেসারও নিয়ন্ত্রণ'ই করে না, তরতাজা রাখে কিডনি,লিভার, ব্লাডপ্রেসার।
শুধু ডায়াবেটিস'ই নয়, সুগার গাছের পাতা সেবন করলে কোলেস্টেরল, প্রেসারও নিয়ন্ত্রণ'ই করে না, তরতাজা রাখে কিডনি,লিভার, ব্লাডপ্রেসার।
advertisement
advertisement
advertisement